আমাদের কথা খুঁজে নিন

   

আতালান্তার মাঠে বিধ্বস্ত নাপোলি

টানা দুই ম্যাচ ড্রয়ের পর রোববার আতালান্তার মাঠে ৩-০ গোলে হেরে গেছে।

জিততে পারেনি এসি মিলানও। ঘরের মাঠে তোরিনোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ইতালির অন্যতম সফল দলটি।

নাপোলির বিপক্ষে দুই গোল করে আতালান্তার জয়ের নায়ক হেরমান দেনিস। ৪৭ ও ৬৪ মিনিটে গোল দুটি করেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার।

৭০ মিনিটে স্বাগতিক দলের তৃতীয় গোলটি আরেক আর্জেন্টাইন মিডফিল্ডার মাক্সিমিলিয়ানো মোরালেসের।

সান সিরোতে ১৭ মিনিটে ইতালিয়ান স্ট্রাইকার চিরো ইম্মোবিলের গোলে পিছিয়ে পড়া মিলানকে ৪৯ মিনিটে গোল করে একটি পয়েন্ট এনে দেন ফরাসী ডিফেন্ডার আদিল রামি।

শিরোপা-দৌড় থেকে অনেকখানি পিছিয়ে পড়লেও ২২ ম্যাচে ৪৪ পয়েন্ট তৃতীয় স্থান ধরে রেখেছে নাপোলি। তবে গত ‍দুই বারের চ্যাম্পিয়ন জুভেন্টাস (৫৬ পয়েন্ট) ও রোমা (৫০) তাদের চেয়ে অনেক এগিয়ে আছে। দুই দলই আবার একটি ম্যাচ কম খেলেছে।

২২ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দশম স্থানে থাকা মিলানের শিরোপা জয়ের আশা শেষই বলা যায়।

রোববার রোমারও খেলা ছিল। তবে পার্মার বিপক্ষে তাদের ঘরের মাঠের ম্যাচটি মাত্র আট মিনিট চলার পর প্রবল বৃষ্টির কারণে আর হতে পারেনি।

সেরি আর অন্যান্য ম্যাচে লাৎসিও ২-০ গোলে কিয়েভোকে ও হেল্লাস ভেরোনা ২-১ গোলে সাস্সুয়োলোকে হারিয়েছে এবং কাতানিয়া ও লিভোরনো ৩-৩ গোলে ড্র করেছে।




সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.