নিজের মাঝেই আমি নিজে যেন হারিয়ে যাই বারবার। সাধারণত ফ্রী ইয়াহু মেইলে POP3 অ্যাক্সেস করা যায় না। আবার অনেক কর্পোরেট কোম্পানীতে জিমেইল, ইয়াহু, হটমেইল বন্ধ করা থাকে। তারা কোম্পানীর ইমেল ব্যতিত অন্য কোন ইমেইল ব্যবহার করতে দেয় না। এই সকল স্থানে আপনি খুব সহজেই আপনার মেইল এ POP3 অ্যাক্সেস করতে পারেন।
এর জন্য আপনার দরকার হবে এমন একটা ইমেইল ক্লাইন্ট যার সাহায্যে আপনি ইমেইল এর পুরো সুবিধা পেতে পারেন।
আমার ব্যবহার করা অনেকগুলো ক্লাইন্ট সফটয়্যার এর মধ্যে POPPeeper সফটয়্যারটি আমার খুব ভাল লেগেছে। কারণ এতে ইমেইল কনফিগার করা খুব সহজ এবং ব্যবহার করাও সহজ।
১। প্রথমে আপনাকে এখান হতে POPPeeper সফটোয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করতে হবে।
২। সফটওয়্যারটি রান করে আপনাকে Account মেনু হতে Add এ যেতে হবে।
৩। এরপর Create Single Account বাটনে ক্লিক করে ইমেইল এ্যাড্রেস লিখে Next বাটনে ক্লিক করতে হবে এবং পাসওয়ার্ড এর ঘরে পাসওয়ার্ড দিতে হবে।
৪।
এখন Next বাটনে ক্লিক করার পর Finish করতে হবে।
আপনার ইমেইল অ্যাকাউন্ট কনফিগার করা শেষ, এবার আপনার ইমেইল ব্যবহার করতে পারবেন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।