বাংলাদেশে কয়েক বছর যাবৎ শুরু হয়েছে অনলাইন ফ্রিল্যান্সিং বিপ্লব। কাজ জানা কর্মঠ ছেলেরা এই ক্ষেত্রকে করে তুলেছে সম্ভাবনাময়। তবে যথাযথ প্রশিক্ষণের অভাবে অনেকেই ইচ্ছা থাকা সত্ত্বেও উপায় করতে পারছেন না। আবার যারা ঢাকা বা দেশের বাইরে থাকেন তারাও ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে এ সম্পর্কিত কোনো শিক্ষা নিতে পারছেন না। তাদের জন্যই রাজধানীতে বেশ কয়েকটি অনলাইনভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে।
ইতোমধ্যে অনেকেই এর সফল পরীক্ষা করে দেখেছেন। তাদের মধ্যে ক্রিয়েটিভ আইটি লিমিটেড অন্যতম। সম্প্রতি প্রতিষ্ঠানটি ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে স্বনির্ভর বাংলাদেশ গড়তে অনলাইনভিত্তিক প্রশিক্ষণের আয়োজন করেছে। কর্মজগতের ওয়েবটিভি-নেঙ্ট.কমের লাইভ স্ট্রিমিং পদ্ধতিতে এ কোর্স করানো হচ্ছে। ইতোমধ্যে সফলভাবে দুটি পরীক্ষামূলক এসইও ও গ্রাফিঙ্রে কোর্স নেওয়া হয়েছে।
কোর্সে অংশ নিতে শুধু একটি কম্পিউটার ও ইন্টারনেট-সংযোগই যথেষ্ট। অনলাইনে ক্লাস করলে যেসব সুবিধা পাওয়া যাবে, দেশে বা দেশের বাইরে যে কোনো জায়গা থেকেই (http://goo.gl/pvfE5C) ক্লাস করতে পারার সুবিধা। মাত্র ২৫৬ কেবিপিএস স্পিড হলেই কোনো প্রকার বাফারিং ছাড়াই পুরো ক্লাসটি দেখা যাবে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মনির হোসেন বলেন, বাংলাদেশিদের ফ্রিল্যান্সিংভিত্তিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে অনলাইন প্রশিক্ষণ চালু করেছি। ছড়িয়ে দিতে চাই ফ্রিল্যান্সিং বিপ্লব।
* ইনফোটেক ডেস্ক
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।