জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আওয়ামী লীগের হামলায় আহত ভাটারা ইউনিয়নের যুবদল কর্মী সুজন (৩০) মারা গেছেন। গতকাল রবিবার রাত সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ময়মনসিহং সদর হাসপাতাল ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
নিহত সুজন উপজেলার বাউসি এলাকার চান খানের ছেলে ও ইউনিয়ন যুবদলের সক্রিয় কর্মী।
এর আগে ওই দিন বিকেল ৫টার দিকে সুজনকে অপহরণ করে ভাটারা ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এসময় তারা সুজনের সঙ্গে থাকা অপর যুবদল নেতা টুটুলকে পিটিয়ে আহত করা হয়। পরে আ‘লীগের নেতাকর্মীরা সুজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে ও পায়ের রগ কেটে দেয়। পরে স্থানীয়রা সুজনকে উদ্ধার করে প্রথমে জামালপুর সদর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।