আমাদের কথা খুঁজে নিন

   

আমার তুষারাবৃত ক্যাম্পাস (ছবিব্লগ) !!!

দিন-দুপুরে তুষারপাতের শুরু একা আমি একলা পথে ক্যাম্পাসের অভ্যন্তরীণ রাস্তায় সাইকেল-ছাত্রী গ্রন্থাগার ভবনের পিছনের আঙিনা ক্যাম্পাসের অযথা স্থাপনা কোথাও কেউ নেই My lab building সুপ্রিয় সাদাটে ক্যাম্পাস তুষারময় ক্যাম্পাসে প্রেমিক-যুগলের পদযাত্রা নিজের চোখে এক নজরে দেখতে ঠিক যেন বরফ-প্রাণী ক্লান্তবেশে বরফ-বেঞ্চ বরফ-আচ্ছাদিত গাছের শাখা-প্রশাখা তুষারক্লিষ্ট ঝোপঝাড় গাছের উপর বরফ-চেয়ার সফেদ-সাদা তুষারক্ষেত্র তুষারশুভ্র ফুল/গাছ বরফ-কানন বৈদ্যুতিক থাম না কি বরফ-খুঁটি??? বরফ-পত্র ক্যাম্পাসের সন্নিকটস্থ বরফময় পাহাড় খাবেন না কি হিম হিম এই বরফ-কেক??? পা কালো, দেহ সাদা- বরফ-পান্ডা সড়ক থেকে তুষার সরানোর যন্ত্র Snow roamer শান্ত-শিষ্ট বরফ-ছাদ একটুখানি বরফ-ছাউনি বরফের গদি-আঁটা সোফা (তুষারের উপর প্রতিফলিত সূর্যকিরণে চোখ ধাঁধিয়ে যাবার ফলে সাময়িকভাবে) পথিক তুমি পথ হারিয়েছ গাছে আশ্রিত বরফ-কণা বরফের ছত্রচ্ছায়া বরফ ভিলা বরফনিবাস বরফ-বাবা তুষারপড়ত ক্যাম্পাসের প্রাকৃতিক ভূ-দৃশ্য প্রাতঃকালীন তুষারপাত বরফাচ্ছন্ন চলাচলে ঝুঁকিপূর্ণ রাস্তা (আছাড় খাওয়াটা বোনাস) বরফের ভূতুড়ে নির্মিতি বরফ-পথে অচেনা পথিক সহজ পদব্রজার্থে বেলচা দিয়ে বরফ সাফ করার আপ্রাণ চেষ্টা বরফ-পোশাকসজ্জিত গাছ  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।