আমাদের কথা খুঁজে নিন

   

হফম্যানের রহস্যজনক মৃত্যু

অস্কার বিজয়ী প্রখ্যাত মার্কিন অভিনেতা ফিলিপ সেমার হফম্যান (৪৬) মারা গেছেন। গতকাল রবিবার নিউইয়র্কে নিজ বাসভবন থেকে এই অভিনেতার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার হফম্যনের মৃতদেহ প্রথমে দেখতে পান তারই এক বন্ধু। সঙ্গে সঙ্গে তিনি পুলিশকে ফোন করেন।

একটি বহুল প্রচলিত সংবাদপত্রের খবর অনুযায়ী, নিউইয়র্কের পুলিশ ডিপার্টমেন্ট ইতিমধ্যেই হফম্যানের মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে।

তবে তার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশের ধারণা মাত্রারিক্ত ওষুধ সেবনের কারণে তিনি মারা গেছেন।

নব্বই দশকে ‘বগি নাইট’ এবং ‘বিগ লেবোউইস্কি’ ছবি দুটির মধ্য দিয়ে হলিউডের রুপালি জগতে পা রাখেন হফম্যান। ২০০৫ সালে ‘ট্রুম্যান কেপট’ ছবির জন্য সেরা অভিনেতার অস্কার জয় করেন তিনি। এছাড়া শ্রেষ্ঠ সহঅভিনেতার জন্য তিনবার অস্কারে মনোনয়ন পান তিনি।

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।