আমাদের কথা খুঁজে নিন

   

Slow কম্পিউটার করে নিন Fast [পর্ব- ১১] :: সব প্রোগ্রাম খোলা রেখেই কম্পিউটার বন্ধ করুন ।

আসসালামুআলাইকুম ।    সবাই কেমন আছেন?  আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন ।   ভালো থাকাটাই সবসময়ের প্রত্যাশা ।   মূল কোথায় আসি...
আমরা সবাই কম্পিউটারে কমবেশী বিভিন্ন প্রোগ্রামে কাজ করে থাকি ।   অনেক ক্ষেত্রে বিভিন্ন কাজের ধারাবাহিকতায় খুলে রাখতে হয় অনেকগুলো প্রোগ্রাম, কম্পিউটার স্লো হওয়ার চেয়ে তখন প্রাধান্য পায় কাঙ্খিত কাজ সম্পন্ন করার ।

কিন্তু অনেক ক্ষেত্রে তাত্ক্ষণিক প্রয়োজনে হঠাত সব প্রোগ্রাম বন্ধ করে কম্পিউটার সাট ডাউন দেয়া সম্ভবপর হয়ে উঠেনা ।   তাই কাজ শেষ না করেও শেষ করতে হয় ।   আর প্রোগ্রাম বন্ধ না করেই সরাসরি সুইচ টিপে কম্পিউটার অফ করে দিলে মূল্যবান ডাটা হারানো কিংবা হার্ডডিস্ক ক্র্যাশ করার ভয় থাকে ।   আবার সারারাত সারাদিন কম্পিউটার চালু করে রাখলে প্রসেসর গরম হয়ে কম্পিউটার হ্যাং হয়ে থাকতে পারে । তাতে চলমান প্রোগ্রামের কার্যকারিতাও হারাতে হয় ।

ফলে প্রসেসর গরম হওয়ার সাথে সাথে আপনার মাথাও গরম হওয়ার আশঙ্কা থাকে ।   কোন প্রোগ্রাম বন্ধ না করে কম্পিউটার বন্ধ করার জন্য আপনি হাইবারনেশন ব্যবহার করতে পারেন ।   পরবর্তীতে আবার যখন কম্পিউটার চালাবেন তখন ঠিক পূর্বের অবস্থায়ই ফিরে পাবেন । এমনকি কোন মুভি অর্ধেক দেখে পজ করে রাখলেও কম্পিউটার অন করার পর পজ করার পজিশন থেকেই আবার অবশিষ্ট মুভিটি দেখতে পাবেন ।


এজন্য আপনার কম্পিউটার এর কন্ট্রোল প্যানেল-এ যান ।

  এখানে পাওয়ার অপশন ওপেন করুন, তারপর হাইবারনেট ট্যাব-এ গিয়ে এনাবল-এ ক্লিক করুন ।   

 

 ব্যাস হয়ে গেলো । এখন ১০টি ১৫টি কিংবা তার বেশী প্রোগ্রাম খোলা রেখেও কম্পিউটার ১-৫ সেকেন্ডে অফ করে ফেলতে পারবেন ।   আবার পরবর্তীতে কম্পিউটার অন করলে পূর্বের ওপেন করা সকল প্রোগ্রাম পূর্বের অবস্থায়ই দেখতে পাবেন ।
এ পোস্টটি ছোট পরিসরে করলাম, পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হবো, চেষ্টা করবো বিস্তারিত লিখতে।

সবাইকে অনেক অনেক ধন্যবাদ ।
আমার সাইট থেকে ঘুরে আসতে পারেন ।
 
আমার সাইট ।  
 
ভালো থাকবেন সবাই...

সবশেষে সবার মঙ্গল কামনায় বিদায় নিচ্ছি ...

সোর্স: http://www.techtunes.com.bd

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।