আমাদের কথা খুঁজে নিন

   

শাহেদের 'হায়দার' লুক

প্রথমে 'ম্যাকবেথ' থেকে অনুপ্রাণিত হয়ে 'মকবুল'। তারপর 'ওথেলো' থেকে 'ওমকারা'। আর এবার 'হ্যামলেট' থেকে 'হায়দার। পরিচালক বিশাল ভরদ্বাজ যেন শেক্সপিয়রের মাঝে কাজ করতেই একটু বেশি স্বাচ্ছন্দবোধ করেন।

এ প্রসঙ্গে বিশালের মন্তব্য, বহুদিন ধরেই হ্যামলেট করার পরিকল্পনা।

ভেবেছিলাম আগে হ্যামলেট করব তারপর ওথেলো। কিন্তু হ্যামলেট শেক্সপিয়রের কঠিন একটি  লেখা। তাই চিত্রনাট্য লিখতে সময় দরকার ছিল। এছাড়া ছবিটিকে ঠিকঠাক করে তৈরি করার জন্য অন্যান্য কাজ থেকে কিছুটা ফুসরত পাওয়ার অপেক্ষাও ছিল।

আপাতত কাশ্মির পর্ব দিয়েই শুরু হয়েছে বিশাল ভরদ্বাজের নতুন ছবি 'হায়দার'-এর শুটিং।

এ ছবিতে হায়দারের চরিত্রে অভিনয় করার জন্য শাহেদ কাপুরকে নিতে হয়েছে নতুন লুক। প্রথমে রটেছিল হায়দারের জন্য তিনি নাকি একেবারে চুল কেটে টাক হচ্ছেন। কিন্তু দর্শকদের সব সাসপেন্সকে তুঙ্গে তুলে আপাতত টাক নয়, ছোট ছোট করে চুল ছেটেছেন শাহেদ।

'হায়দার' ছবিতে শাহেদ কাপুর ছাড়াও অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর, টাবু, ইরফান খান।



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।