আমাদের কথা খুঁজে নিন

   

গোলশূন্য আবাহনী-রাসেল লড়াই

এই ড্রয়ের পরও পেশাদার লিগের চারবারের চ্যাম্পিয়ন আবাহনী পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে। ৭ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ১৭ পয়েন্ট। এক ম্যাচ বেশি খেলে ১২ পয়েন্ট নিয়ে গতবারের ‘ট্রেবল’ জয়ী শেখ রাসেল আছে তৃতীয় স্থানে।

প্রতিন্দ্বিতাপূর্ন এই ম্যাচের ২৭ মিনিটেই এগিয়ে যেতে পারতো আবাহনী। ক্যামেরুনের স্ট্রাইকার এলিটা প্যাট্রিকের শট শেখ রাসেল গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য ঝাপিয়ে পড়ে রক্ষা করেন।

দ্বিতীয়ার্ধে শেখ রাসেল ভালো কয়েকটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। বিশেষ করে, ম্যাচের ৫৫ মিনিটে হাইতির মিডফিল্ডার প্যাসকাল মিলেয়েন ডিফেন্ডার সুজনকে কাটিয়ে আবাহনী গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি।

চার মিনিট পর বক্সের বাইরে থেকে নেয়া প্যাসকালের শট গোলরক্ষক ঝাপিয়ে পড়ে রক্ষা না করলে বিপদ হতে পারতো আবাহনীর। হাইতি জাতীয় দলের এই খেলোয়াড় এর আগে গত ১৬ জানুয়ারিতে শেখ রাসেলের হয়ে খেলতে এসেছিলেন। কিন্তু পারিশ্রমিক নিয়ে বনিবনা না হওয়ায় ২০ জানুয়ারি তিনি দেশে ফিরে যান।

পরে আবার তিনি ফিরে আসেন গত শনিবার রাতে। সোমবার শেখ রাসেলের হয়ে প্রথম খেলতে নামেন তিনি।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।