প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।
ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।
তোমাকে নিয়ে আর বাড়তি ভালোবাসা জমে না।
যে ভালোবাসাগুলো বাসা হয়েছিলো, তাই ঘুরেফিরে আসে।
সেই বাসিত ভালোবাসাগুলো দ্যায় অগনণ বেদনা।
কাছে থাকো, তবু মনে হয়, তুমি নেই কাছে।
সেই তুমি এখনো অাছো। তোমার পেলব দেহ এখনও জ্বাজল্যমান।
তোমার প্রেম আর কামনা এখনো আছে স্তনে, মনে, তনুর ভাঁজে __
তবু মনে হয়, তুমি কেমন বিবর্ণ আজ, এই সন্ধ্যাসাজে।
তোমার আবেদনে আজ প্রখর, স্নিগ্ধ হয় না কান।
রক্তের তৃষ্ণা বুঝি কমে গেছে, অামার হয়তো ক্ষুধামন্দা ?
নদীরাও নয় আছে মৃদছন্দা __
কেমন বিবর্ণ আজ গু্চ্ছ গুচ্ছ রজনীগন্ধা __
আমাদের ভালোবাসার দিন যেন আজ বন্ধ্যা।
তোমাকে নিয়ে আর বাড়তি ভালোবাসা জমে না
বাসানো ভালোবাসা ঘুরেফিরে অাসে, আহা ! মোহন, মধুর বেদনা।
০৪.০২.২০১৪
বাসানো ভালোবাসা ঘুরেফিরে অাসে,//
শাফিক আফতাব //
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।