আমাদের কথা খুঁজে নিন

   

বেশতোতে এখন বেশটুন! বেশতোর নতুন ফিচার যা মাতিয়ে রেখেছে পুরো বেশতো বাসীকে, মেতে উঠুন আপনিও!

বেশতো - যুক্ত করে বাংলাদেশের প্রতিটি হৃদয়
এমন স্লোগান নিয়েই শুরু হয়েছিলো বেশতোর পথচলা। বাংলাদেশের প্রথম এবং সেরা সোসিয়াল নেটওয়ার্ক হিসেবে বেশ জনপ্রিয়তা লাভ করে বেশতো। বাংলাদেশের লাখো প্রাণ এখন মেতে আছে বেশতোতে! প্রতিনিয়তই বিভিন্ন আড্ডা, মজ-মাস্তি তে ব্যস্ত বেশতো পরিবার।
বেশতো প্রতিনিয়তই বেশতো পরিবারকে বিভিন্ন নতুন নতুন ফিচার উপহার দিয়ে চলেছে। যাতে নিত্যনতুন ফিচার এর সাহায্যে বেশতো পরিবার আনন্দে মেতে থাকতে পারে।



এ বছরের মাঝামাঝি “ভোট দাও, ভোট পাও, নাম কামাও”- এই স্লোগান দিয়ে যাত্রা শুরু হয়েছিলো নতুন বেশতোর। ইউজারদের অগ্রাধিকারের ভিত্তিতে বেশতোতে আনা হয়েছিল খবর, জোকস, শপিং, সাক্ষীসহ বেশ কিছু ফিচার। এখানে বলে রাখি, “বেশতো”র একটি বড় বৈশিষ্ট্যই কিন্তু হল- তার ইউজারদের প্রতিনিয়ত সারপ্রাইজ দেয়া। তারই প্রেক্ষিতে গত ১৬ই ডিসেম্বর বেশতোতে আবির্ভাব হলো “বেশটুনের”!

বাঘ মামা, ভূত, কাকতাড়ুয়া, গুল্লু, ছেলে এবং মেয়ে- এরা আমাদেরই অংশ! জীবনে কোন না কোন ক্ষেত্রে এদের আমরা পাশে পাই। কি উদযাপনে, কি গুরুত্বপূর্ণ কোন কাজে, কিংবা ভয় পেতে- এদের ছাড়া কিছুই ভাবা যায় না।

বলছিলাম, বেশটুনের ৫টি চরিত্রের কথা। এই ৫টি চরিত্র নানা রূপে, নানা ভঙ্গিতে স্বগৌরবে বেশতোতে বিরাজমান। বাঘ মামা কখনো প্রাণ খুলে হাসছে, ভূত কখনো নিজেই বোতল বন্দী, কাকতাড়ুয়া ঘণ্টা দুলিয়ে জানাচ্ছে তার অস্তিত্ব, ছেলেটি বন্দুক উঁচিয়ে স্লোগান দিচ্ছে মেয়েটি স্বাধীনতার ঘুড়ি উড়াছছে, গুল্লু ঘুমাচ্ছে আয়েশ করে আর শীতে কাঁপছে সবাই- প্রতিটি চরিত্রের মধ্যেই আছে এক ধরণের আবেগ। আমরা নিজেরা যা করি, যা ভাবি- তারই কিছু প্রতিচ্ছবি পাওয়া যায় চরিত্রগুলোতে।

বেশটুন আসাতে এখন আড্ডাবাজি হয়েছে আরও প্রাণবন্ত।

সাথে তো রয়েছেই বিভিন্ন ‘ভাব’ ব্যাস, আর কি- সবাই ইচ্ছামত গল্প, আড্ডায় ব্যবহার করছে বেশটুন! মোট কথা, ইউজারদের তো এখন ঈদ-ই ঈদ! যদি এখনও বেশতোতে আপনার কোন অ্যাকাউন্ট না থাকে, তাহলে এটাই সুযোগ। বেশতোতে আসুন, দেখুন, ব্যবহার করুন বেশটুনগুলো। গ্যারান্টি, আপনি এনজয় করবেনই!
বেশতো ডট কম - http://www.beshto.com/
বেশতোর নতুন নতুন সব আপডেট পেতে যুক্ত থাকুন
 ফেসবুকঃ https://www.facebook.com/BeshtoBangladesh

সোর্স: http://www.techtunes.com.bd

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।