তোতা পাখির জগৎ খাঁচায় বন্দি.... তার ভাষা মনিবের বাক্যেই সীমাবদ্ধ। তোতাপাখি হতে কীবোর্ড ধরিনি, এখানে তোতাপাখি হতে আসিনি!!
দেশের আসন্ন ভবিষ্যৎ বর্তমান তরুণ সমাজ। নির্দ্বিধায় একটা বৃহৎ সম্ভাবনাময় তরুণ সমাজ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীরা। এদের ভেতর থেকেই অনেকে আগামি দিনের আমাদের দেশ পরিচালনার দায়িত্ব নেবেন। আবার বাকিরা বিভিন্নভাবে দেশের জন্য কাজ করবেন।
হ্যাঁ, এভাবেই এগিয়ে যাবো আমরা, এভাবেই তো এগিয়ে যাবার কথা! কিন্তু...... এই যাত্রার শুরুটা কতটা নৈতিক? যদি আরও সোজা ভাবে বলি তাহলে এই সম্ভাবনাময় তরুণ সমাজের আগামীর কাণ্ডারি হওয়ার শুরুটা বিশ্ববিদ্যালয়ে ভর্তির মাধ্যমে। এই ভর্তি প্রক্রিয়া কি দুর্নীতি মুক্ত?
আমি জানি কেউ এই ব্যাপারে হলফ করে বলতে পারবে না। ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস যে একেবারেই নেই এমন কিন্তু না। আবার মেধা তালিকার পর অপেক্ষমানদের ভেতর থেকে যে সম্পূর্ণ স্বচ্ছতার সাথে শিক্ষার্থীদের ভর্তি করানো হয় তেমনও কিন্তু না, বরং খুঁজে দেখলে পাওয়া যাবে এই যায়গায়ই সর্বোচ্চ বিদ্যাপীঠ গুলো সর্বোচ্চ দুর্নীতি পরায়ণ! মেধাতালিকার সব আসন পূর্ণ করার পর দেখতে পাওয়া যায় উপর মহল ক্ষমতাসীনদের সাথে লিয়াজু থাকার নমুনা বা সুফল। অপেক্ষমাণদের জন্য ২৬৭ আসন থাকলেও আকস্মিক ভাবে তা পূর্ণ হয়ে যায় কিংবা জানা যায় ১৮০ জনের উপর উপরওয়ালার (!) রহম হইছে!
যদি এমনি ভাবেই সকল বিশ্ববিদ্যালয়ে রহম হতে থাকে তাহলে, এই রহমত প্রাপ্ত তরুণ গণ অবশ্যই তাদের রহমত দাতার প্রতি অনুগত হবেন।
তাদের আহ্বানে পাশে থাকবেন এবং পরবর্তীতে তারা যদি কোন অযাচিত কর্ম করে তবে সেটার বিরোধিতা করতেও সামনে আসবেন না (অবশ্যই ব্যাতিক্রম থাকতে পারে)। এর ফলে দেশে একটা বিশেষ শ্রেণীর রহমতের প্রতি অনুগত এক দল তরুণ সমাজ আসবে যারা হয়তো সেই শ্রেণীর সাথে হাত মিলিয়ে পরবর্তীতে শাসন ব্যাবস্থায় আসবে অথবা অন্যান্য উচ্চ অবস্থানে থাকবে। কিন্তু এমন একটি সমাজ থেকে কতটুকু স্বচ্ছতা, জবাবদিহিতা, সুশাসন কিংবা ন্যায় বিচার আশা করা যায় যাদের শুরুর পথটাই অন্যায়?
এখানে আমি সেই মেধাবী উপযোগী তরুণদের উপর আঙ্গুল তুলিনি যারা কষ্ট করে পড়াশুনা করার পর তাদের অবস্থান সর্বোচ্চ বিদ্যাপিঠে নিশ্চিত করেছে। আঙ্গুল তাদের উপরে তুলা যারা মামা-চাচা আর টাকার বদৌলতে অন্যদের প্রাপ্য নিয়ে নিচ্ছে বা নিতে সাহায্য করছে। আমাদের দেশের একটু সুন্দর ভবিষ্যৎ সুন্দর মনের নবীন প্রজন্ম দিতে পারে, দুর্নীতি গ্রস্থরা না।
জয় বাংলা, জয় তারুণ্য, জয় সততা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।