মাদকাসক্ত ও মানসিক রোগ প্রতিরোধে স্বাস্থ্য শিক্ষা প্রচারাভিযান ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল সাড়ে ১০টায় এ উপলড়্গে একটি বর্নাঢ্য র্যালী ওই উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এরপর উপজেলা অডিটরিয়ামে মাদকাসক্ত ও মানসিক রোগ প্রতিরোধে স্বাস্থ্য শিক্ষার ভুমিকা নিয়ে অলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাসার মুহাম্মদ আমির উদ্দিন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাফর অলীর সভাপতিত্বে বিষেশ অতিথি ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম ও ঝালকাঠি মিডিয়া ক্লাবের সভাপতি পলাশ রায়।
পরিপ্রেক্ষিতের সহযোগিতায় স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর এবং কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্র এ কর্মসুচীর আয়োজন করে।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, রক্তদাতা, গাড়ি চালক, সংগঠক ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয় ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।