http://www.facebook.com/makeupclasskormuken
Dhaka University এর Evening MBA তে চান্স পাওয়ার উপায়
১। প্রথমেই Mark Distribution টা বলে নেই
MCQ-80 (Math-30, General Knowledge-10, English-30, Analytical Ability-10)
Year of Schooling- 5
Viva-5
Job Experience- 10(যদি থাকে)
Mark Distribution দেখেই বোঝা যায় মুল যুদ্ধটা আসলে MCQ এর 80 মার্ক নিয়েই। আর Job Experience এর ব্যাপার টা নিয়ে টেনসন করার কিছু নাই। কেউ যদি Job Experience এর ১০ এ ১০ পাইতে হয় তাহলে তাকে ১২ বছরের Job Experience থাকতে হবে। কারন প্রথম ২ বছরের Job Experience কাউন্ট করা হয় না।
আর Year of Schooling এর ৫ এ মোটামুটি সবাই 3.5 থেকে 4.5 পাবে। Viva তেও ৩ থেকে ৪.৫ এর ভিতর থাকে মার্ক সাধারনত।
সুতরাং সব কিছুই আসলে নির্ভর করে MCQ এর ৮০ মার্কের উপর। সুতরাং আলোচনাটা MCQ নিয়েই করা হবে।
MCQ-80
English-30
Math-30(it can be 33)
Analytical Ability-10(it can be 7)
General Knowledge-10
English-30 মার্কের জন্য যা যা পরীক্ষায় আসে।
A. Vocabulary based Question: Synonyms, Antonyms খুবি গুরুত্বপূর্ন English পার্টের জন্য। বিগত ২/৩ বছরে ৩০ মার্কের ভিতর ৮ মার্কই ছিন Synonyms, Antonyms। অন্য বিভিন্ন ভাবেও Vocabulary based Question আসতে পারে।
B. Reading Comprehension: এই সেকশনে একটি passage দেওয়া থাকে এবং সেখান থেকে ৫ টা Question থাকে। passage বুঝার জন্যেও Vocabulary ভাল জানাটা গুরুত্বপূর্ন।
C. Grammar Based Question: এই সেকশনে Grammar এর Rules গুলা থেকে Question থাকে।
Analytical Ability-10(it can be 6 or 7)
Analytical Ability তে প্রধানত Critical Reasoning থেকে প্রশ্ন থাকে। হয়ত ২/১ টা ছোট Puzzle Solving থাকবে।
Math এবং General Knowledge নিয়ে বিশেষভাবে আলোচনার কিছু নাই কারন এই দুইটার ব্যাপারে মোটামুটি সবা্রই কম বেশি ধারনা আছে কেমন প্রশ্ন আসতে পারে।
২।
এখন আসি Preparation কিভাবে নেওয়া যেতে পারে সেই ব্যাপার টায়...
প্রথমেই কোচিং এর ব্যাপারে কথা বলি।
কোচিং দরকার আছে কিনা এইটা নির্ভর করে নিজের উপর। কোচিং করার বিভিন্ন উদ্দেশ্য থাকতে পারে। কেউ হয়ত কোচিং এ ভর্তি হতে পারে এই ভেবে যে নিয়মিত ক্লাস করলে পড়ালেখার ভিতর থাকা হবে যা গুরুত্ত্বপুর্ন। কেউ হয়ত এই ভেবে কোচিং করতে পারে যে তার ম্যাথ অথবা ইংরেজিতে সমস্যা আছে, তার বেসিক ঠিক করতে হবে।
কেউ ভাবতে পারে বাসায় পরা লেখা হবে না ক্লাস করলে তাও লেকচার শোনা হবে। সুতরাং কোচিং করলে লাভ হবে কিনা তা পুরাটাই নিজের উপর নির্ভর করে।
তবে কারও যদি বাসায় পরার অনিহা থাকে সেক্ষেত্রে কোচিং এর সব ক্লাস করতে পারলে লাভ হওয়ার কথা।
কোচিং এর ক্ষেত্রে কেউ চাইলে Mentors' অথবা Saifur's এ ভর্তি হতে পারে।
৩।
ঠিক করুন আপনি কোন সাবজেক্টে পরতে চান।
A. আপনি যদি Finance নিয়ে পরতে চান তাহলে আপনাকে সেইফলি চান্স পাওয়ার জন্য ১-১০০ এর ভিতর থাকতে হবে। এবং সেজন্য অনেক ভাল প্রিপারেশন নিতে হবে।
B. আপনি যদি Tourism and Hospitality Management নিয়ে পরতে চান তাহলে ১০০০ তম হয়েও আপনি চান্স পাবেন। (যদিও সিট ৭২০ টা)
সুতরাং প্রিপারেশন নেওয়ার আগে ঠিক করে নিন আপনি কোন সাবজেক্ট এর জন্য ফাইট করবেন এবং সেই অনুসারে প্রিপারেশন নিন।
৪। প্রথম সারির সাবজ়েক্ট পাওয়ার জন্য যেভাবে পড়বেন।
A. English Preparation:
Vocabulary খুবি গুরুত্বপুর্ন এক্সামে। আপনি যে কোন একটা Vocabulary এর বই শেষ করতে পারলে অনেক বড় একটা কাজ হয়ে যায়। Vocabulary এর জন্য ওয়ার্ডস্মার্ট, সাইফুর'স ভোকাবুলারি, Barrons GRE Wordlist, Barrons 3500 এই টাইপের যে কোন একটা বই শেষ করতে পারলে অনেক ভাল প্রেপারেশন হয়ে যাবে।
গ্রামারের জন্য সব থেকে Easy and Shortcut Solution হচ্ছে Cliffs Toefl। Cliffs Toefl টা সব Exercise সহ শেষ করতে পারলেই কাজ শেষ। আর আগের ১০ সেমিষ্টারের প্রশ্ন solve করলে ২/৩ টা কমন পাইয়া যাওয়াটা খুবই সাভাবিক।
লাষ্ট ২/৩ সেমিষ্টার Analogy আসে নাই কিন্তু তার আগের বছর গুলাতে প্রায় সব পরীক্ষাতেই থাকত। এমনকি কোন সেমিষ্টারে ৮০ টা প্রশ্নের ভিতর ৬ টাও Analogy ছিল।
সুতরাং Analogy এর ব্যাপারে কোন ধারনা না নিয়ে যাওয়া ঠিক হবে না।
B. Math Preparation:
যারা অলস কিন্তু ভাল সাবজ়েক্ট পেতে ইচ্ছুক তারা Math এর জন্য গত ১৫-১৮ সেমিষ্টারের সব ম্যাথ প্রশ্ন বুঝে বুঝে solve করে ফেলতে পারেন। ম্যাথ এর রুল গুলা খুব ভাল ভাবে জানা টা খুব গুরুত্বপুর্ন। আর চেষ্টা করতে হবে সময় কম নিয়ে ম্যাথ শেষ করার। আরেকটু ভাল প্রিপারেশন এর জন্য সাইফুর'স ম্যাথ বই থেকে প্র্যাকটিস করা যেতে পারে।
C. Analytical Ability
Analytical Ability তে Critical reasoning থাকে। Puzzle হয়ত ২/১টা থাকতে পারে। Critical reasoning এর জন্য Official GMAT এর Critical reasoning গুলা শেষ করতে পারলে ২/৩ টা কমন পাইয়া যাওয়া সম্ভব। সাথে আগের ১০ সেমিষ্টারে আসা প্রশ্ন থেকে Critical reasoning শেষ করলে ২/১ টা কমন পাওয়া সম্ভব। আর এই গুলা বুঝে করতে পারলে কমন পাওয়ার পাশাপাশি Critical reasoning কিভাবে solve করতে হয় সেই ব্যাপার টাও ক্লিয়ার হয়ে যাবে।
D. General Knowledge
General Knowledge এর জন্য অলসদের জন্য সহজ সলিউশন হচ্ছে গত ৩ মাসের Current Affairs ভাল ভাবে শেষ করে ফেলা। এই কাজ টা করতে পারলে মোটামুটি ১০ এর ভিতর ৫ টা প্রশ্ন কমন পাওয়ার কথা। আর নিয়মিত পেপার পরতে পারলে advantage পাওয়া যাবে। অর্থনৈতিক, ব্যবসা-বানিজ্য এবং আন্তর্জাতিক খবরা খবর থেকে এই সেকশনে প্রশ্ন বেশি আসে।
৫।
যারা যেকোন একটা সুবজেক্টে চান্স পেতে চান তারা যেভাবে পরতে পারেন
A. Math, English, Analytical
একটা টেষ্ট পেপার কিনে ম্যাথের গত ১৫ বছরের প্রশ্ন শেষ করবেন। ম্যাথ সেকশানটা খুব গুরুত্ত্বপুর্ন তাদের জন্য কারন এই সেকশানটা তুলনামুলক সহজ। গত ১০ বছরের English,Analytical Ability Question গুলা solve করে মুখস্থ করে ফেলতে হবে। একটা ব্যাপার উল্লেখ্য যে গত বছরের প্রশ্ন গুলা থে্কে ১০% এর মত প্রশ্ন কমন থাকে। Vocabulary পড়ার দরকার নাই।
কারন এইটা মুখস্থ করা যেমন পেইনফুল, মনে রাখাও পেইনফুল কারন ২ দিন পর পর ভুইলা যাওয়া হয় আবার রিভাইস দেওয়া লাগে। আর আন্দাজে প্রশ্নের উত্তর না দেওয়াই ভাল যেহেতু নেগেটিভ মার্কিং আছে। প্রতি ভুল উত্তরের জন্য .20 করে কাটা যাবে।
B. General Knowledge
গত ৩ মাসের Current Affairs ভাল ভাবে শেষ করে ফেলতে হবে।
সবার জন্য শুভ কামনা।
মার্চ মাসের ৭ তারিখে Dhaka University এর Evening MBA এর পরীক্ষা। যারা পরীক্ষা দিবেন আশা করি সবার পরীক্ষা যেন ভাল হয়।
আমি গত বছরের কোন এক সেমিষ্টারে Dhaka University এর Evening MBA তে Finance এ ভর্তি হয়েছি। এখনও স্টুডেন্ট হিসেবে আছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।