আমাদের কথা খুঁজে নিন

   

টেস্ট মেজাজে খেলার আহ্বান নাসিরের

চট্টগ্রাম টেস্টে দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে নাসির বলেন, “দলের সবাইকে মাথা ঠাণ্ডা করে খেলতে হবে। আমরা একটু বেশি শট খেলি, টেস্ট ক্রিকেটে যা ঠিক নয়। আমরা চেষ্টা করবো শট কম খেলে উইকেটে থেকে সোজা ব্যাটে খেলতে। ”

দিনের তৃতীয় শেষ ওভারে উচ্চাভিলাষী শট খেলতে সহজ ক্যাচ দিয়েও সুরঙ্গা লাকমলের ব্যর্থতায় বেঁচে গেছেন সোয়া দুই বছর পর টেস্ট খেলা ইমরুল কায়েস।

ইমরুলের জীবন পাওয়া প্রসঙ্গে নাসির বলেন, “জানি না ইমরুল ভাই কেন ঐ শট খেলেছিলেন।

হয়তো উনার স্বাভাবিক খেলাটাই খেলতে চেয়েছিলেন। তবে আমাদের চেষ্টা থাকবে যত সম্ভব কম ঝুঁকি নিয়ে খেলার। ”

বুধবার কুমার সাঙ্গাকারা ত্রি-শতকে ৫৮৭ রান করে শ্রীলঙ্কা। জবাবে দিন শেষে বাংলাদেশের স্কোর ৮৬/১। অতিথিদের আবার ব্যাটিংয়ে নামাতে এখনো ৩০২ রান করতে হবে স্বাগতিকদের।

তবে নিজেদের ‘ব্যাকফুটে’ রাখছেন না নাসির। তৃতীয় দিনের তিন সেশন ব্যাট করতে পারলে বাংলাদেশ খুব ভালো অবস্থানে থাকবে বলে মনে করেন তিনি।

চোটের কারণে দ্বিতীয় দিন মাঠে নামতে পারেননি মুশফিকুর রহিম। নাসির জানান, অধিনায়ক ও নিয়মিত উইকেরক্ষকের অনুপস্থিতি খেলায় প্রভাব রেখেছে। “শুভভাই (শামসুর রহমান) নিয়মিত কিপার নন।

এ কারণে দুয়েকটা সুযোগ হয়তো হাতছাড়া হয়েছে। ”

বল বেশ নিচু হচ্ছে জানিয়ে নাসির বলেন, “তামিম ভাইকে (ইকবাল) আউট করা বলটাও অনেক নিচু হয়েছে। ”

সাঙ্গাকারাকে ফিরিয়ে শ্রীলঙ্কার ইনিংস থামানোর পর উচ্ছ্বাসটা একটু বেশিই ছিল নাসিরের।

নাসির বলেন “শেষ উইকেটটা অনেক বড় হয়ে যাচ্ছিল, আমরা একটা উইকেট চাচ্ছিলাম। উইকেট পেয়ে ভালো লেগেছে, সাঙ্গাকারা অনেক বড় মাপের প্লেয়ার।

এক পর্যায়ে মনে হয়েছিল তিনি তিনশ' করবেন। তিনশ’ করার পর মনে হল চারশ'ও করতে পারে। আমি ভাবছিলাম যাই হোক, চারশ’ করতে দেব না। ”

 


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।