বিগ বি অমিতাভ বচ্চনের জামাই হতে চলেছেন অভিনেতা কুণাল কাপুর। সব কিছু ঠিকঠাক চললে চলতি বছরের শেষেরর দিকেই কুণালের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন নায়না বচ্চন!
অবাক হচ্ছেন? এ কোন বচ্চন! বলিউডে বচ্চন বলতে তো শুধুমাত্র বিগবি ও তাঁর পুত্র জুনিয়ার বিগবি অভিষেকই রয়েছেন৷ তাহলে এ কোন বচ্চনের মেয়েকে বিয়ে করছেন কুণাল?
খবরটা হল, অমিতাভ বচ্চনের ভাই অজিতাভ বচ্চনের একমাত্র মেয়ে নায়নার সঙ্গে বহুদিনের সর্ম্পক কুণালের। এই নয়নার চোখেই আপাতত বন্দি হয়ে জীবনযাপন করতে চাইছেন কুণাল। জানা গেছে, অমিতাভ, জয়া, অভিষেক ও ঐশ্বরিয়ার উপস্থিতিতেই গত বছরের শেষের দিকে এনগেজমেন্ট সেরে ফেলেছিলেন কুণাল-নায়না। তবে বিয়েটা একটু দেরিতেই করতে চাইছেন তিনি। ক্যারিয়ারটা ঠিকঠাক গুছিয়েই ছাদনাতলায় যেতে চাইছেন কুণাল কাপুর।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।