আমাদের কথা খুঁজে নিন

   

ব্রিকলেনে মধ্যরাতের কারি কারফিউ

বৃটেনের কারি ক্যাপিটেল বলে খ্যাত ব্রিকলেনে রাত ১১টার পরে খাবার ও এলকোহল বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছে টাওয়ার হ্যামলেট কাউন্সিল। এই নির্দেশ অমান্য হলে ২০ হাজার পাউন্ড ফাইন গোনা ছাড়াও রেষ্টুরেন্টের লাইসেন্স কেড়ে নেয়ার হুমকি দিয়েছে কাউন্সিল।

মূলত রাত ১২টার পর মদ খেয়ে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছে কাউন্সিল। ব্রিকলেন রেষ্টুরেন্ট ব্যবসায়ী সমিতির সেক্রেটারী আজমল হোসেন কাউন্সিলের এই সিদ্ধান্তকে বলেছেন “মিডনাইট কারি কারফিউ”। ৩ মাসের মধ্যে ব্রিকলেনের ৩০ শতাংশ রেষ্টুরেন্ট বন্ধের সম্ভাবনার কথাও বলেন তিনি।

 

বাংলাদেশী অধ্যুষিত ব্রিকলেনে ৬০টি রেষ্টুরেন্টের সবগুলোর মালিক বাংলাদেশী। তাদের ব্যবসার প্রায় ৫০ শতাংশ নির্ভর করে রাত ১১টার পরের কাষ্টোমারদের সার্ভ করে। কারি বাজার রেষ্টুরেন্টের মালিক মোহাম্মদ আহমেদ বলেন, দীর্ঘ ১৮ বছর ধরে আমাদের কাষ্টোমাররা রাত ১২টা থেকে ২টা পর্যন্ত সময়টা উপভোগ করার জন্যই আসে। কাউন্সিলের কারি কারফিউয়ের কারনে আমরা এখন মারাত্নক ক্ষতিগ্রস্থ হবো। ব্যবসা বন্ধ করে দেয়া ছাড়া উপায় নেই।

ব্রিকলেন ঐতিহাসিক স্থান হওয়ায় পৃথিবীর বিভিন্ন দেশের পর্যটকরা দিন রাত ২৪ ঘন্টাই এই ষ্ট্রিট পরিদর্শন করেন। আর গত ৪০ বছর ধরে ব্রিকলেনের ৮০ শতাংশ ব্যবসা নিয়ন্ত্রন করছেন সেখানে বসবাসরত বাংলাদেশীরা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।