বই মেলা শুরু হবার পর যাবো যাবো করতে করতে অনেকদিন পার করে ফেললাম অতঃপর আজকে প্লান নিয়ে ফেললাম না আর নয় আজকে বই মেলাতে আমাকে যেতেই হবে । কিন্তু সকাল বেলা ঘুম থেকে উঠার পর মস্তিস্কে অলসতার ভূতটা আবার নাড়া চাড়া দিলো ভুতের সাথে তৃতীয় বিশ্ব যুদ্ধ সারিয়া বিকাল ৫ ঘটিকাতে বই মেলাতে উদ্দেশে রউনা দিলাম ।
এমনিতে শুক্রবার সরকারী ছুটির দিন,ফেব্রুয়ারীতে ঢাকার মানুষের ছুটির দিনে একটাই লক্ষ্য একটাই গন্তব্যস্থল প্রানের প্রিয় বই মেলা । অনেক ঝড় ঝাপটা সহিয়া জ্যামের মরুভূমি পারি দিয়ে নির্দিষ্ট গন্তব্যতে পৌছানোর আগে আমার পা দুখানা বিদ্রোহ ঘোষণা করিলো , অতঃপর রাস্তার পার্শ্ববর্তী এক হোটেলে বসিয়া শরীরে কিছু আমিষ জাতীয় খাবার আপলোড করিলাম এবং হস্তির সমান বল অনুভব করিয়া নির্দিষ্ট সময় যথাস্থানে পৌঁছাইলাম ।
ওমা পৌঁছানোর পর দেখি বিশাল একটি লম্বা লাইন এই লাইনে দাঁড়ালে আজকে আমার আদৌ বই মেলাতে প্রবেশ সম্ভব কিনা এ বিষয়ে বিশাল এক সন্দেহের ব্যাপার আছে ।
অতঃপর গভীর চিন্তায় পরিলাম কি করবো কি করবো এটা ভাবতে ৫ টি মিনিট পার হয়ে গেলো , চিন্তা থেকে বাস্তবে ফিরে এসে দেখলাম যেই স্থানে আমার দারানোর কথা ছিলো ওই স্থান পূর্ণ হইয়া অনেক দূর এগিয়ে গেছে । কি আর করা চোখ বন্ধ করিয়া লাইনে দারালাম , ওইদিকে আমাদের লাইন যাত্রী বোজাই বাসের মতো আস্তে আস্তে চলিতে লাগিলো । অবশেষে আমি অনেক খানা খন্দ পেরিয়ে বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রবেশ করিলাম ।
স্টলে স্টলে ঘুরছি আর ছবি তুলছি কিন্তু পরিচিত চেনা বইয়ের দোকান গুলো খুঁজে পাচ্ছিলাম না বাধ্য হয়ে একজন লোককে জিজ্ঞাসা করিলাম ভাই এবারের মেলা এতো সল্প পরিসরে কেনো , উনি আমার দিকে এমন ভাবে রক্ত চক্ষু করে তাকালেন আমি ভয় পেয়ে গেলাম ভাবলাম ভুলে কি আমি তাকে কোনো গালি দিয়ে ফেলছি । বললাম আচ্ছা ভাই থাক আমি যাই , পরে জানতে পারলাম মেলার মূল অংশটুকু সোহরাওয়ার্দী উদ্যান এ হচ্ছে ।
অতঃপর বিনা লাইনে সোহরাওয়ার্দী উদ্যান এ প্রবেশ তারপর অনবরত ছবি তোলার কাজে ব্যাস্ত হয়ে গেলাম আর ছবি তোলার ফাঁকে ফাঁকে কিছু প্রিয় প্রকাশনীর স্টল থেকে ইচ্ছেমতো বই কিনলাম ।
অতঃপর বাসায় ফেরা ।
বিদ্র: বইমেলার ছবি দেওয়ার ইচ্ছে ছিলো কিন্তু ছবির সাইজ বেশী হওয়াতে এগুলো কমিয়ে দিতে হবে , পরের পোস্টটায় বই মেলা নিয়ে আমার তোলা ছবিগুলো দিবো । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।