শনিবার বিকালে কাকনহাটি গ্রামে এক নেতার বাড়িতে এ সংঘর্ষে দলের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন।
ঈশ্বরগঞ্জ থানার ওসি কামরুল ইসলাম জানান, দ্বিতীয় দফায় উপজেলা নির্বাচনে ঈশ্বরগঞ্জে বিএনপি থেকে চেয়ারম্যান পদে সাত জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
শনিবার বিকালে ঈশ্বরগঞ্জের সাবেক সাংসদ শাহ নুরুল কবির শাহীনের কাকনহাটি গ্রামের বাড়িতে একজন প্রার্থী ঠিক করার জন্য তৃণমূল নেতাকর্মীদের সভা হচ্ছিল।
সভায় কর্মী-সমর্থকদের মধ্যে মতবিরোধ দেখা দেয় এবং এক পর্যায়ে দুপক্ষের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের জেরে বিএনপি কার্যালয়ে একপক্ষ ভাংচুর ও আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ নেতাকর্মী আহত হন, বলেন ওসি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।