আমাদের কথা খুঁজে নিন

   

‘ব্যাটারিখেকো’ অ্যান্ড্রয়েড অ্যাপগুলো

প্রযুক্তিসংবাদবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, ব্যাটারিখেকো অ্যান্ড্রয়েড অ্যাপের তালিকায় শীর্ষে রয়েছে ক্যামেরা ৩৬০ আলটিমেট অ্যাপটি। বিশ্বব্যাপী ১.৮ কোটি ব্যবহারকারী রয়েছে এর। আর দ্বিতীয় স্থানেই আছে মাইক্রোসফটের আউটলুক ডটকম অ্যাপ। অ্যাপটির থিমে রঙের ব্যবহার এতোটাই বেশি যে আক্ষরিক অর্থেই ব্যাটারির সব রং শুষে নেয় এটি!
ক্যামেরা ৩৬০ আলটিমেট আর আউটলুক ডটকমের পর তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থানে আছে ওয়েদার ফোরকাস্টিং অ্যাপ ইজি ওয়েদার ফোরকাস্ট অ্যান্ড উইজেট এবং টিভি/মুভি অ্যাপ ভিকি। শীর্ষ ১০ ব্যাটারিখেকো অ্যান্ড্রয়েড অ্যাপের তালিকায় আরও আছে টেম্পল রান ২, রেসিং মটো, ক্যান্ডি ক্রাশ এবং ফ্রুট নিনজার মতো জনপ্রিয় গেইম।
স্মার্টফোনের ব্যাটারি বাঁচাতে কিছু পরামর্শও দিয়েছে কেএস মোবাইল। অটোমেটিক টাইমজোন আর ক্লক বন্ধ করে রাখলে অনেকখানি বাঁচানো যাবে স্মার্টফোনের ব্যাটারি। প্রয়োজন ছাড়া জিপিএস ও বন্ধ করে রাখার কথাও বলেছে কেএস মোবাইল। আর ইউএসবি পোর্টের বদলে সরাসরি পাওয়ার আউটলেট থেকে চার্জ করেই যে বেশি কার্যকর তো পুরান খবর।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.