আমাদের কথা খুঁজে নিন

   

ঝোকের মাথায় তো ডোমেইন হোস্টিং কিনে ফেলেছেন, এখন কিভাবে আপনার সাইটটিকে ডিজাইন করবেন ও এলেক্সাতে প্রথমদিকে নিয়ে আসবেন বুঝতে পারছেন না? তবে পোষ্টটি আপনার জন্যই পর্ব-১

আমরা সচরাচর বাংলাভাষায় বিিভন্ন ওয়েবসাইট দেখে প্রভাবিত হই। এরপর বিিভন্ন সাইটে ডোমেইন ও হোস্টিং এর এড দেখে ১-২ হাজর টাকায় ডোমেইন হোস্টিং কিনে শুরু হয় ওয়েবসাইট তৈরীর ধুম। নেটে সার্চ দিেয় প্রথম ২-৩ দিন চলে বিভিন্ন ভিডিও টিউটোরিয়াল ডাউনলোড। আর কিছুদিন চলে সেই টিউটোরিয়াল অনুযায়ী কাজ।
কিন্তু আমি জানি কোন ভিডিও টিউটোরিলের এমন সামর্থ নেই যা আপনাকে ২০% এর বেশি ওয়েব ডেভেলপিং শেখাতে পারে।

তো যাই হোক এভাবে ১ সপ্তাহ যায়। এবং এই সপ্তােহর সাথে সাথে সব উৎসাহও চলে যায়। এরপর............ সাইট সাইটের মত পড়ে থাকে আপনিও আপনার মত কাজে ব্যস্ত হেয় পড়েন। এটাই বাস্তবতা। এটা ঘটে ৪০% মানুেষর সাথে।


আর যাদের একটু টাকা আছে তারা ২-১০ হাজর টাকা দিেয় সাইটটি ডেভলপারর দিেয় ডেভলপ করিয়ে নেন। তো এসব ডেভলপ করা সাইটও যে একেবারে জনপ্রিয় হেয় ওঠে তা নয়। আমি আমার ২ বছরের ক্যারিয়ারে ২২টি সাইট ডেভেলপ করেছি। তার মধ্যে ৮ টা সাইট এখন টিকে আছে। ৫ টি সাইট এলেক্সাতে ১-৪ হাজারের মােঝ আছে।

তো যাই হোক আমি অনেক কিছু বলে ফেলেছি। এবার একটু সাজেসন দেই।

একটি ওয়েবসাইট তৈরীর পূর্বে যা বিবেচনা করবেনঃ
১। কি বিষয়ক ওয়েবসাইট করবেনঃ আপনাকে সবার আগে সিদ্ধান্ত নিতে হবে যে কি নিয়ে সাইটটি হবে? অর্থাৎ এর বিষয়বস্তু কি হবে। এটা নিউজ সাইট হবে না ব্লগ সাইট হবে।


<strong>২। আপনার সাইটের প্লাটফর্ম কি হবেঃ</strong> এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি আপনার সাইটটি জাভা, পি এইচ পি, এইচটি এম এল, ওয়ার্ডপ্রেস না জুমলা দিয়ে করবেন?

আজ এইপর্যন্তই থাক। কাল সারারাত একটাসাইট ডিজাইন করেছি। তাই আজ খুব ক্লান্ত লাগছে।

কেউ সাইট তৈরী, ডিজাইন করাতে ও ডোমেইন হোস্টিং কিনতে ও এই সংক্রান্ত তথ্যপেতে কল করুন 01773613222। সবচেয় কম খরচে ও কম সময়ে সাইট ডেভেলপ করে থাকি।
কোথাও ভুল হহলে দুঃখিত। লেখাটি পড়ার জন্য ধন্যবাদ।


সোর্স: http://www.techtunes.com.bd

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।