আমাদের কথা খুঁজে নিন

   

ভেরোনার মাঠে জুভেন্টাসের ড্র

শিরোপা-লড়াইয়ে জুভেন্টাসের নিকটতম প্রতিদ্বন্দ্বী রোমাও পয়েন্ট নষ্ট করেছে। ‘প্রতিবেশী’ লাৎসিওর সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা।

ড্র করলেও শীর্ষে এখনো বেশ নিশ্চিন্ত জুভেন্টাস। সেরি আর রেকর্ড ২৯ বারের চ্যাম্পিয়নদের ২৩ ম্যাচ থেকে ৬০ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ৫১ পয়েন্ট নিয়ে রোমা দ্বিতীয় স্থানে আছে।

২৩ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে নাপোলির অবস্থান তৃতীয়।

চতুর্থ মিনিটে কার্লোস তেভেজের গোলে এগিয়ে যাওয়া জুভেন্টাসের জয়ের স্বপ্ন উজ্জ্বল করে তুলেছিলেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ডই, ২১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে।

১৩টি গোল নিয়ে সেরি আর সর্বোচ্চ গোলদাতার তালিকায় এখন দ্বিতীয় স্থানে আছেন তেভেজ। এক গোল বেশি নিয়ে সবার ওপরে ফিওরেন্তিনার ফরোয়ার্ড জিউসেপ্পে রসি।

প্রথমার্ধে তেমন সুবিধা করতে না পারলেও বিরতির পর ঘুরে দাঁড়ায় ভেরোনা।

৫২ মিনিটে ইতালির জাতীয় দলের সাবেক স্ট্রাইকার লুকা টনির হেড ব্যবধান কমিয়ে আনে।

এর কিছুক্ষণ পর টনিরই একটি প্রচেষ্টা দুর্দান্তভাবে ঠেকিয়ে জুভেন্টাসকে রক্ষা করেন গোলরক্ষক জিয়ানলুইজি বুফন।

ইতালিয়ান চ্যাম্পিয়নদের সামনেও অবশ্য ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল। কিন্তু ইংল্যান্ডের সাউথহ্যাম্পটন থেকে ধারে খেলতে আসা স্ট্রাইকার পাবলো অসভালদোর শট পোস্টে বাধা পাওয়ায় তা হয়নি।

দুবার পেনাল্টির জোরালো আবেদনে রেফারি সাড়া না দেয়ায় ভেরোনাকেও হতাশ হতে হয়েছে।

তবে ইনজুরি সময়ের চতুর্থ মিনিটে আর্জেন্টাইন স্ট্রাইকার হুয়ানিতো গোমেজের গোল একটি মূল্যবান পয়েন্ট এনে দিয়েছে স্বাগতিক দলকে।

রোম ‘ডার্বি’ ছিল একেবারেই অনাকর্ষণীয়। বলার মতো ঘটনা দুটো। রোমার ফরোয়ার্ড জার্ভিনিয়োর একটি গোল বাতিল হয়ে যাওয়া। আর ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকার দায়ে ছয় মাসের নিষেধাজ্ঞা শেষে লাৎসিওর মিডফিল্ডার স্তেফানো মাউরির মাঠে নামা।



রোববার সেরি আর অন্যান্য ম্যাচে বোলোনিয়া ২-১ গোলে তোরিনোকে, জেনোয়া ১-০ গোলে লিভোরনোকে ও সাম্পদোরিয়া একই ব্যবধানে ক্যালিয়ারিকে হারিয়েছে এবং পার্মা ও কাতানিয়া গোলশূন্য ড্র করেছে।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.