কক্সবাজারের আবাসিক কটেজ থেকে উদ্ধারকৃত চিকিৎসক ডা. আসমা সুলতানার মৃতদেহ তার অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল রবিবার বেলা আড়াইটার দিকে লাশটি মৃতের পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। আসমা রাজধানীর ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। ৬ ফেব্রুয়ারি বাড়ি থেকে হাসপাতালের উদ্দেশ্যে বের হওয়ার পর থেকে তার কোন খোঁজ পাওয়া যায়নি। এ ব্যাপারে খিলগাঁও থানায় সাধারণ ডায়েরি করা হয়।
এদিকে, মৃত্যুর আগে আসমা একটি চিঠি লিখে রেখে গেছেন। চিঠিটিতে তিনি লিখেছেন:
মাসুদ, সব কিছু তাড়াতাড়ি শেষ করতে চাও তুমি? কাজী অফিসে গিয়ে ডিভোর্স দিয়ে আসিনি বলে লিগ্যাল নোটিশ পাঠাবে? ভয়, আমার নাম যতদিন তোমার নামের সঙ্গে থাকবে, ততদিন পর্যন্ত দায়ভার নিতে হবে! তাই না? তোমাদের বাসা থেকে চলে আসার পর আমি তো একদম চুপই ছিলাম। তোমাকে বিরক্ত করিনি। কাউকে বিরক্ত করিনি। তোমার বাসায় কি ষড়যন্ত্র হচ্ছে, তোমার আর তোমার মায়ের মনে কি চলছে জানতে চাইনি।
তারপরও কেন এত তাড়াতাড়ি ডিভোর্স দেয়ার জন্য তুমি পাগল হয়ে গেলে? আরেকবার প্রমাণ দিলে তুমি যা বল, কর ঠিক তার উল্টো। যে প্রমিজ রাখতে পারবে না, তাহলে কর কেন? নিজেকে খুবই অসহায় মনে হচ্ছে। সব কিছু শেষ হয়ে যাচ্ছে। তারপরও কিছু আর করতে ইচ্ছে হচ্ছে না। কারণ, তোমার জন্য, আমাদের জন্য যা কিছু করার চেষ্টা করেছি সব চেষ্টা ব্যর্থ হয়েছে।
সব শেষতো শেষ! আমিও সব শেষ করে দিচ্ছি। একেবারে চুপ হয়ে যাবার সিদ্ধান্ত নিয়েছি। যে ডিভোর্স লেটার পাঠাতে যাচ্ছ, আমার পক্ষ থেকে আমি হ্যাঁ বলে দিলাম।
এখন তুমি যা ইচ্ছে কর! আরেকটা বিয়ে কর! নো প্রবলেম। আমি বেঁচে থেকে তোমার ডিভোর্স লেটার গ্রহণ করার আর তোমার দ্বিতীয় বিয়ে দেখার সাহস ও মানসিক শক্তি কোনটাই আমার নেই।
আব্বু- আম্মুকে আমি কিছুই বলতে পারিনি। বলবো বলবো বলে কিছু বলা হয়ে উঠেনি। বলতে ইচ্ছাও হয় না। তারা শুধু জানে ডিভোর্স দিতে চাচ্ছ তুমি। তারা আমার কাছে জানতে চায়, আমি কি চাই? ডিভোর্স না সংসার? আমি ভাবি! আমি আসলে এখন আর কিছুই চাই না।
আমার চাইতে ইচ্ছা হয় না। চাওয়া পাওয়ার এখন আর কোন অবকাশ নেই। আমার চাওয়া-পাওয়াগুলো যদি পূরণ হতো, তাহলে আজকে আমার এ অবস্থা হতো না। আজকে যা কিছু হচ্ছে এবং যা হয়েছে সব কিছুর পেছনে আমার এক্সপেকটেশন এবং না পাওয়াটাই হয়তো দায়ী। সো সব কিছুর জন্য আমিই দায়ী।
তুমিও হয়তো পারছো না মাসুদ। সো তোমার ডিসিশন ডিভোর্স। টু স্টার্ট এ নিউ লাইফ। আই এপ্রিসিয়েট ইউর ডিসিশন। গো এহেড।
কিন্তু আমি আর পারছি না। সো মাই ডিসিশন ইস টু এন্ড মাই লাইফ। যা হয়েছে দ্যাট ইজ এনাফ ফর মি। নতুন করে আমার পক্ষে কিছু করা বা নতুন কোন চরম বাস্তবতার সম্মুখীন আমি হতে পারবো না। আমাকে তোমরা মাফ করো।
তোমার উপর আমার প্রচণ্ড বিশ্বাস ছিল। সেই বিশ্বাস একটা একটা করে ভেঙেছ। আর এজন্য এত অভিমান আর রাগ হয়েছে আমার। কেন যে আমার বিশ্বাস বারবার ভাঙার পরও তোমার উপর বিশ্বাস করি। লাস্ট টাইম কখনও ডিভোর্স দিবে না এই কথাটা যখন বলেছিলে তখনও বিশ্বাস করেছিলাম।
আর বিশ্বাস করেই ভুলটা করেছিলাম। তার ফল তার পর মুহূর্ত থেকেই সাফার করছি। ফল, তুমিই এখন ডিভোর্স দেয়ার জন্য উদগ্রীব। এই উদগ্রীবতা সেইদিন কেন দেখালে না? তাহলে তো বিয়েটাই হতো না। সেটা আরও ভাল ছিল মাসুদ!! তাতে তো তোমাদের আমার বাপের উপর প্রতিশোধ নেয়াটা কমপ্লিট হতো? বিয়ে করে বিভিন্ন প্রমিজ করে সেটা ভাঙা, তোমার মায়ের মেনটাল টর্চার সহ্য করা, তোমার জন্য তোমার মামীর খোঁচা মারা কথা, তোমার মামাতো বোনের আমার এবসেন্সে আমাদের বেডরুমে ঘুমানো, তোমার আমার প্রতি দায়িত্বহীনতার পরিচয় দেয়া- এত কিছুর প্রয়োজন ছিল না! তাই না মাসুদ? এভাবে কেন আমার লাইফটা শেষ করে আমার বাপের উপর প্রতিশোধটা আমার উপর নিলে? ভাল খেলা দেখালে তুমি আর তোমার মা! এত কিছুর পরও আমি তোমাকে ভালবাসি কেন জানি না? তবে তোমার মতো ছেলের মনে ঢোকার আর কোন ইচ্ছা আমার নেই।
তুমি আমার ভালবাসার যোগ্য না। তোমার ফ্যামিলি আমার সম্মানের যোগ্য না। যথেষ্ট সম্মান করেছি। বাট রিটার্ন আমি কিছুই পাইনি। আমি এখন আর কিছুই চাই না।
না তোমার থেকে, না তোমার ফ্যামিলির থেকে। তোমরা খুবই ফেক। তোমরা ভিতরে এক, বাইরে আরেক। তবে তোমাদের উপর, বিশেষ করে তোমার উপর আমার আর কোন ক্ষোভ নেই। আমি আমার সিদ্ধান্তে অনড়।
যেমন তুমি তোমার সিদ্ধান্তে অটল। তুমি তোমার প্রমিজ ভেঙেছ, সো আমি আমারটা ভাঙলাম। আমি বলেছিলাম, আমি এমন কোন ডিসিশন নেব না, যাতে তোমরা হেরাজ হও। বাট আই এম সরি মাসুদ। আমার এ ডিসিশনে সব দিক থেকে হার আমার।
পাঁচ পৃষ্ঠার চিঠিটিতে আসমা আরও লিখেছেন, আমি জানি কেউ আমার উপর হাসবে, কেউ বিরক্ত হবে, কেউ ঘৃণা করবে, কেউ কাঁদবে। আমার ফ্যামিলি, ফ্রেন্ডরা কাঁদবে। আর তোমরা ঘৃণা করবে। ভীত হবে। থানায় জিডি করার জন্য দৌড়াবে।
ভয়! জেলে যাওয়ার ভয়! বাট আমি চাই না তোমরা জেলে যাও! আমি চাই না আমার মৃত্যু নিয়ে কোন হল্লা হোক, মিডিয়া এটা পাবলিসিটি করুক। আর তোমাদের আরও অসম্মান হোক! তোমরা তোমাদের সম্মান নিয়ে থাক। আমাকে জীবিত মেরে ফেলেছো। সো আমার বডির মিসটেইন্স এর কি দরকার মাসুদ। আমি আমার এ পরিস্থিতির জন্য সম্পূর্ণ দায়ী।
সব কিছুর জন্য আমিই দায়ী। কেন আমি তোমাকে ১০টা বছর পাগলের মতো ভালবেসেছিলাম। বিশ্বাস করেছিলাম তোমার প্রতিটি কথা। প্রতিটা ফিলিংস যেটা তুমি আমাকে (আমার জন্য) দেখাতে। কেন তোমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গিয়েছিলাম! নিজের উপর আমার প্রচণ্ড ঘৃণা, প্রচণ্ড রকমের ঘৃণা।
আমার নিজের লাইফের ডিসিশন নেয়ার রাইট আমার আছে। সো তোমাকে কোন লাইভিলিটি নিতে হবে না। কি আশ্চর্য, আজকে আমি যে রুমে আসছি, ঠিক সে রুমটাই পেলাম, যেটাতে আমরা হানিমুন করেছিলাম। সবই ঠিক আছে, রুমের এ্যারেজমেন্টটা একটু চেঞ্জ হয়েছে, তখন এসেছিলাম তোমার সাথে। টু স্টার্ট মাই নিউ জার্নি উইথ ইউ।
আর এখন তোমাকে ছাড়া... বিরক্ত আর অশান্তি শব্দগুলি ক্রমাগত কানে বাজে। আমি বিরক্তিকর, আমি অশান্তি বিয়ের আগে তোমাদের মাথায় এটা ছিল না। বিয়ে করে আমার লাইফটা কেন শেষ করলা?
প্রসঙ্গত, শনিবার সন্ধ্যা সাড়ে ৫টায় কক্সবাজার শহরের কলাতলির এলাকার বিচ সিটি রিসোর্ট নামের একটি আবাসিক হোটেলের ১১০ নম্বর কক্ষের দরজা ভেঙে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকার খিলগাঁও এলাকার মোহাম্মদ আলমগীরের কন্যা আসমা উল সুলতানা (৩০) পরিচয়ে শুক্রবার সকাল সাড়ে ৯টায় কক্ষটি ভাড়া নেওয়া হয়। শনিবার বিকাল পর্যন্ত কক্ষটি বন্ধ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ দরজা ভেঙে মৃতদেহটি উদ্ধার করে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।