আমাদের কথা খুঁজে নিন

   

ফুরসত পেলেই প্রাণের মেলায়

দশ দিন পার করল প্রাণের গ্রন্থমেলা। নিজের ব্যস্ত সময়ের মাঝে একটু ফুরসত পেলেই মেলায় ডু মারছেন বইপ্রেমীরা। তবে প্রকাশকরা জানান, তারা প্রত্যাশা মতো এখনো বই বিক্রি করতে পারছেন না। তবে এ সপ্তাহেই মেলা চমৎকারভাবে জমবে বলে তারা আশা করছেন। সার্বিকভাবে মেলার অবস্থা মন্দা থাকলেও প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের বইয়ের প্রতি পাঠকদের আকর্ষণ এবার চমৎকার।

অন্যপ্রকাশ থেকে গতকাল প্রকাশিত হয়েছে নন্দিত এই প্রয়াত লেখকের নতুন বই 'লীলাবতীর মৃত্যু'। এই বইটি কেনার জন্য প্রায় দুই ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন হুমায়ূন ভক্তরা। অধীর আগ্রহ ও ধৈর্য দেখে মনে হয়েছিল নিজের সৃষ্টির মধ্য দিয়ে হুমায়ূন আহমেদ এখনো এদেশের সাহিত্যানুরাগী ও বইপ্রেমীদের হৃদয়ে চির জাগরুক আছেন।

মোস্তফা কামালের চারটি বই : এ বছরের মেলায় এসেছে জনপ্রিয় লেখক ও দৈনিক কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক মোস্তফা কামালের চারটি বই। এর মধ্যে পার্ল প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে 'পাগল ছাগল ও গাধা সমগ্র-৮' ও 'জননী' এবং অনন্যা থেকে প্রকাশিত হয়েছে লেখকের সায়েন্সফিকশন বই 'অন্ধকার গ্রহে লীরা' গোয়েন্দা কাহিনী 'ফটকু মামা সমগ্র'।

সব কটি বই ইতোমধ্যে পাঠক নন্দিত হয়েছে। প্রকাশনা সংস্থাগুলো জানায়, মোস্তফা কামালের বইগুলোর জন্য পাঠকদের কাছে আশাতীত সাড়া ফেলেছে।

মোস্তফা মামুনের পাঁচ উপন্যাস : প্রতি বছরের মতো এবারের মেলায়ও প্রকাশিত হয়েছে দৈনিক কালের কণ্ঠের ক্রীড়া সম্পাদক মোস্তফা মামুনের একাধিক উপন্যাস। এবার তার মোট পাঁচটি উপন্যাস প্রকাশিত হয়েছে। এর মধ্যে অন্বেষা থেকে প্রকাশিত হয়েছে 'আনন্দনগর এঙ্প্রেস' ও 'ক্রিকেটারের পাঞ্চ'।

পার্ল পাবলিকেশন্স থেকে প্রকাশিত হয়েছে 'গল্প সমগ্র' ও 'আড়াই নাম্বার গাধা'। অনন্যা থেকে প্রকাশিত হয়েছে কিশোর উপন্যাস 'সুমন সুজন শোভন'। এ ছাড়া পাঠ সূত্র থেকে প্রকাশের অপেক্ষায় রয়েছে লেখকের গোয়েন্দা কাহিনীর বই 'তনু কাকা'। বইগুলো এরই মধ্যে পাঠকদের মাঝে সাড়া ফেলেছে বলেও জানায় বইগুলোর প্রকাশকরা।

'ছোটকাকুর কোয়ার্টার সেঞ্চুরি' সংকলনগ্রন্থ : পঁচিশটি গল্প নিয়ে প্রকাশিত হলো শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের জনপ্রিয় শিশুকিশোর সিরিজ গ্রন্থ 'ছোটকাকুর কোয়ার্টার সেঞ্চুরি' সংকলনগ্রন্থ।

একুশে গ্রন্থমেলা উপলক্ষে গতকাল শিশু একাডেমি প্রাঙ্গণে গ্রন্থটির প্রকাশনা উৎসব এবং শিশুকিশোর সমাবেশ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.