আমাদের কথা খুঁজে নিন

   

শিল্পমনাদের পদচারণায় মুখরিত প্রাঙ্গণ

১১ দিনের মাথায় প্রাণের গ্রন্থমেলায় নতুন করে গতি সঞ্চারিত হয়েছে। দর্শনার্থী আর বইপ্রেমীদের সরব উপস্থিতি গতকাল মেলাকে সফলতার পথে একধাপ এগিয়ে নিয়েছে। টিএসসি থেকে দোয়েল চত্বর। সোহরাওয়ার্দী উদ্যান থেকে বাংলা একাডেমি প্রাঙ্গণ। দর্শনার্থীদের পাশাপাশি মেলায় বইপ্রেমীদের সংখ্যাও ছিল আশাব্যঞ্জক।

সার্বিক বিবেচনায় গতকাল মেলায় বিকিকিনি ছিল অন্যান্য কর্মদিবসের তুলনায় একটু বেশি। এ ধারা অব্যাহত থাকলে গতবারের চেয়ে এবারের মেলা বেশি সফলতা পাবে বলে মনে করেন প্রকাশকরা। তবে মেলার অদূরে রাস্তায় পাইরেটেড বইয়ের দোকানগুলো এখনো বন্ধ করা হয়নি বলে মেলা নিয়ে শঙ্কিত আছেন অনেক প্রকাশক। পাইরেটেড বইয়ের স্টলগুলোর কারণে প্রকাশকরা ব্যবসায়িকভাবে মারাত্দক ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলেও জানান বেশ কয়েকজন প্রকাশক। পাইরেটেড বইয়ের পাশাপাশি রাস্তার দুই পাশের বারোয়ারি পণ্যের স্টলগুলোর কারণে মেলার সৌন্দর্য নষ্ট হওয়ার সঙ্গে ক্ষুণ্ন হচ্ছে মেলার ঐতিহ্য।

এ বিষয়ে বাংলা একাডেমির পরিচালক, মেলা পরিচালনা কমিটির সদস্যসচিব শাহিদা খাতুন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, মেলার নির্দিষ্ট জোনের বাইরে কোনো স্টল বসলে আমাদের কিছু করার নেই। বিশ্ববিদ্যালয় এলাকাকে নিয়ন্ত্রণে রাখা বাংলা একাডেমির পক্ষে সম্ভবও নয়। তিনি আরও বলেন, পাইরেটেড বইয়ের দোকানগুলোর উচ্ছেদে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যকর পদক্ষেপ নিচ্ছে। অন্যদিকে মেলা প্রাঙ্গণে নামাজের কোনো ব্যবস্থা না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন মেলায় আগত নামাজিরা। নামাজ পড়ার কোনো ব্যবস্থা নেই বলে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকেই নির্ধারিত সময়ের আগেই মেলা থেকে বেরিয়ে যাচ্ছেন।

তবে বাংলা একাডেমির বাইরে ব্যাচেলর স্টাফ কোয়ার্টারের মসজিদে স্থানসংকুলানের অভাবে অনেকেই নামাজ পড়তে পারছেন না। বিশেষ করে মাগরিবের সময় এ সমস্যাটা প্রকট আকার ধারণ করে। নামাজের কোনো ব্যবস্থা না থাকায় মেলায় আগত অনেক দর্শনার্থী ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। নতুন বই ও মোড়ক উন্মোচন : গতকাল একাদশ দিনে মেলায় নতুন বই এসেছে ৯৯টি এবং ১৩টির মোড়ক উন্মোচন করা হয়েছে। বিষয়ভিত্তিক বইয়ের মধ্যে গল্পের ১১টি, উপন্যাস ১৬টি, প্রবন্ধ ১০টি, কবিতা ৩০টি, গবেষণা ২টি, ছড়া ১টি, শিশুতোষ ২টি, জীবনী ৫টি, মুক্তিযুদ্ধ ২টি, বিজ্ঞান ১টি, ভ্রমণ ৩টি, ইতিহাস ২টি, রাজনীতি ৪টি, ধর্মীয় ২টি, সায়েন্স ফিকশন ১টি এবং অন্যান্য ৭টি।

এর মধ্যে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত গ্রন্থমেলায় বাংলা একাডেমির প্রকাশনাগুলোর নিজস্ব বিক্রয় ছিল ৩০ লাখ ৯৩ হাজার ৬২৪.৪০ টাকা। মেলার মূল মঞ্চের আয়োজন : গতকাল বিকালে মেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় 'হবীবুল্লাহ বাহার চৌধুরী' শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে 'বাংলাদেশের মুসলমান মধ্যবিত্তের ইতিহাস প্রসঙ্গে হবীবুল্লাহ বাহারের সাক্ষ্য' শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন সলিমুল্লাহ খান। এ ছাড়া 'আমার বাবা হবীবুল্লাহ বাহার' শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন তার ছেলে যুক্তরাষ্ট্রপ্রবাসী ইকবাল বাহার চৌধুরী।

তার পক্ষে প্রবন্ধটি পাঠ করেন তানভীর আহমেদ সিডনী।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.