আমাদের কথা খুঁজে নিন

   

সানি যখন বেবি ডল

সিনেমা দেখতে গিয়েছেন, টিকিট দেখে আসন খুঁজে নিয়ে বসলেন। পর্দায় চোখ রেখে চমকে উঠলেন। আরি, এ যে সানি লিওন! কিন্তু এই সিনেমায় তো সানি নেই। সিনেপর্দায় তখন বাথটাব থেকে উঠলেন তিনি। আলগা করে দেওয়া ব্লাউজের চেইন।

তারপরই অন্ধকার। পর্দায় ভেসে উঠবে, সানির ম্যাজিক আর কিছুদিন পরেই।

এতক্ষণে নিশ্চয়ই আপনি বুঝে গেছেন এটা ছিল উত্তেজক ইমোশনে ভরপুর একতা কাপুরের নতুন ছবি 'এমএমএস রাগিনি টু'-এর প্রোমোশন। স্টিল থেকে ট্রেলার সবটুকুতেই উত্তেজনার পারদ উপরে ওঠানোর চেষ্টা। আর এবার সেই উত্তেজনায় গিয়ে মিশলো সানির বেবি ডল।

'এমএমএস রাগিনি টু'-এর এই নতুন গানে সানির শরীরী জাদু নাকি একটু বেশিই। বাথটাব থেকে চেয়ার, চেয়ার থেকে নরম বিছানায় সানি ছড়িয়ে দেবেন যৌনতার উত্তাপ।

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.