আমাদের কথা খুঁজে নিন

   

ফেব্রুয়ারিতেই নকিয়ার অ্যান্ড্রয়েড ফোন!

ম্যাশএবল আরও জানিয়েছে, এবারের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসেই স্মার্টফোনটি দেখানোর কথা রয়েছে। ২৪ ফেব্রুয়ারি থেকেই ২৭ ফেব্রুয়ারি স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত হবে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস(এমডব্লিউসি) ২০১৪।
অন্যদকে ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, মাইক্রোসফট যখন মালিকানা হস্তান্তরের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে ব্যস্ত সেই সময়টাতেই নিজেদের অ্যান্ড্রয়েড স্মার্টফোন তৈরির কাজ সেরে নিয়েছে নকিয়া।
অ্যান্ড্রয়েড ওএস চালিত হলেও অপারেটিং সিস্টেমটির মূল কয়েকটি ফিচারই নাকি থাকবে না নকিয়ার নতুন স্মার্টফোনটিতে। উদাহরণ হিসেবে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে গুগলের ‘গুগল প্লে’ অ্যাপ স্টোরের কথা। নকিয়ার অ্যান্ড্রয়েড স্মার্টফোনে থাকবে গুগল প্লে ব্যবহারের সুযোগ। কমদামের স্মার্টফোনের বাজার ধরার জন্যই নকিয়া অ্যান্ড্রয়েড স্মার্টফোনটি বানাচ্ছে- জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।