আমাদের কথা খুঁজে নিন

   

আইফোন ভেঙে ‘বিটকয়েন’ বিক্ষোভ!

গতবছর ও একই ধরনের কয়েকটি ডিজিটাল ওয়ালেট অ্যাপ্লিকেশন সরিয়ে ফেলা হয় অ্যাপল অ্যাপস্টোর থেকে। এর মধ্যে ছিল কয়েনবেইজ ও বিটপ্যাক নামে দুটি ডিজিটাল ওয়ালেট অ্যাপ্লিকেশন।
বিটকয়েন ব্যবহারের জন্য ব্যাংকের অ্যাকাউন্টের মতো একটি অ্যাকাউন্ট খুলতে হয়। স্মার্টফোন ব্যবহারকারীদের তথ্য যাচাই করে বিটকয়েনের মাধ্যমে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় কেনাকাটার সুযোগ দিচ্ছে বিভিন্ন খুচরা বিপণি। গত দুবছর ধরে ব্লকচেইনের মাধ্যমে অ্যাপলের বিভিন্ন ডিভাইস ব্যবহারকারীরা ভার্চুয়াল মুদ্রা লেনদেনের সুযোগ পেলেও ৫ ফেব্রুয়ারি অ্যাপ্লিকেশনটি সরিয়ে ফেলায় অ্যাপলের কোনো ডিভাইসে আর ওই অ্যাপ ‌ইনস্টল করা যাবে না বলে জানিয়েছে টেলিগ্রাফ।
অ্যাপলের এ পদক্ষেপের পর থেকে আইফোনে বিটকয়েন ব্যবহারের সুযোগ থাকছে না। তবে অ্যান্ড্রয়েড ডিভাইসে বিটকয়েন অ্যাপ্লিকেশন ব্যবহারের সুযোগ এখনও রয়েছে বলে জানিয়েছে টেলিগ্রাফ ও ফোর্বস। অ্যাপল কেন বিটকয়েন অ্যাপ্লিকেশন আইটিউনস থেকে সরিয়ে ফেলল তা অস্পষ্টই রয়ে গেল। যদিও অ্যাপল জানিয়েছে, অ্যাপ্লিকেশনটি সরিয়ে ফেলা হয়েছে কারণ বিটকয়েনবিষয়ক বেশকিছু বিষয় ‘অমিমাংসিত’।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।