আমাদের কথা খুঁজে নিন

   

হতাশ, বিমর্ষ মাশরাফি

বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক বলেন, “কোনো সন্দেহ নেই আমরা ভালো খেলেছি। টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দলের কাছে মাত্র ২ রানে হেরে যাওয়ায় সবাই ভীষণ হতাশ। এতো কাছে গিয়ে হারা খুবই হতাশাজনক। ”

৫৮ রান করা এনামুল হকের ব্যাটিংয়ের প্রশংসা করে মাশরাফি বলেন, “এনামুলকে কৃতিত্ব দিতেই হবে। ও প্রায় একাই লড়াই করে দলকে এতো দূর নিয়ে গিয়েছিল।



শেষ বলটি ফুলটস পেয়েও কাজে লাগাতে পারেননি এনামুল। তবু অধিনায়ক মাশরাফি তাকে আসামীর কাঠগড়ায় দাঁড় করাননি।

“ক্রিকেটে এমন হয়েই থাকে। এর চেয়ে অনেক ভালো বলেও হয়তো সে চার মেরেছে। অনেক সময় ব্যাটের কানায় লেগে চার হয়ে যায়।

সে চেষ্টা করেছিল। কিন্তু বল ব্যাটের মাঝখানে লেগে ক্যাচ হয়ে গেছে। ”

গুরুত্বপূর্ণ সময়ে আউট হয়ে যাওয়া নাসির হোসেনকেও তিনি কোনো দোষ দেননি।

“নাসির আমাদের দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সে এমন ম্যাচ অনেক খেলেছে, দলকে জিতিয়েছে।

নাসির ওই শটে ছক্কা পেলে হয়তো আগেই জিতে যেতাম। ধারাবাহিকভাবে উইকেট হারিয়ে আমরা বিপদে পড়েছি। প্রথমে সাকিব আউট হল, এরপর নাসির ফিরে আসলো। ”

টস জিতে ফিল্ডিং নেয়া প্রসঙ্গে প্রথমবারের মতো বাংলাদেশকে টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেয়া মাশরাফি বলেন, “আমরা রান তাড়া করতে পছন্দ করি। এই মাঠে এটাই আমাদের প্রথম টি-টোয়েন্টি।

উইকেট সম্পর্কে তেমন ধারণা ছিল না বলে ফিল্ডিং নিয়েছি। ”

বুধবার তিনটি দুর্দান্ত ক্যাচ নিয়েছেন নাসির, এনামুল ও ফরহাদ রেজা। দলের ফিল্ডিংয়ের প্রশংসা করে মাশরাফি বলেন, “আমাদের ফিল্ডিং ভালো হয়েছে বলে বোলিংও ভালো হয়েছে। টেস্ট সিরিজে আমরা অনেক ক্যাচ ফেলেছি। আমাদের দলে যে অনেক ভালো ফিল্ডার আছে আজ তার প্রমাণ পাওয়া গেছে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।