আমাদের কথা খুঁজে নিন

   

এ ম্যাললা করুণা......

এতো আর আমাদের পাড়ার মোড়ের হাবিবুর রহমান টেলি সামাদ না যে তার ৭১ এ রাজাকারবৃত্তির ডকুমেন্ট স্মৃতির রোমন্থন আকারে সংগ্রহ করতে হবে । এরা হচ্ছে গুয়ে আযম আর দেউল্লাদের গপ্পো । এদের বিচারের স্বচ্ছতা যাই বলেন বাপু আমার কাছে নেই । নর্দমার পানি পান অনুপযুক্ত তা আর পরীক্ষা করে বলবার দরকার নেই, নির্দ্বিধায় ফেলে দিতে হয় । তাই নিয়ে যদি কেউ প্রশ্ন তোলে তো সময় ক্ষেপণ না করেই বোঝা যায় মতলব অন্য ।

এই আমার সাফ আর সোজা কথা । এদের জন্যে আবার দেশের টাকা খরচ করে টিরাইবুনাল কর । আইনজীবি রাখো । আজকে আবার দেখলাম ইনু সংবাদ সম্মেলন করছে । কত বড় দুঃখ আমার এগো বিচার করতেও প্রশ্নবান দেখি ।

এদের নিরাপত্তায় যারা আছে তাদেরই উচিত এদের গুলি করে মেরে নিজেই জেলে যাওয়া । । ধরে নিয়ে ফাঁসি দিলেও তাই মেলা করুণা... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.