আমাদের কথা খুঁজে নিন

   

রোমাকে হারিয়ে কাপ ফাইনালে নাপোলি

সেমি-ফাইনালের প্রথম লেগে ৩-২ গোলে হেরে কিছুটা পিছিয়ে থাকা নাপোলি নিজেদের মাঠে রোমাকে উড়িয়ে দেয়। দুই লেগ মিলে তাদের জয়ের ব্যবধান ৫-৩।

বুধবার রাতে ম্যাচের ৩৩ মিনিটে স্ট্রাইকার হোসে ক্যালেহনের গোলে এগিয়ে যায় নাপোলি। বিরতির খানিক পর আর্জেন্টিনার স্ট্রাইকার গনসালো হিগুয়াইন এবং ব্রাজিলের মিডফিল্ডার জর্জিনিয়ো  গোলে জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।

ম্যাচের ৭৯ মিনিটে নেদারল্যান্ডসের মিডফিল্ডার কেভিন স্ট্রুটমান দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দল নিয়ে আর পেরে ওঠেনি রোমা।

‘কোপ্পা ইতালিয়া’ নামে পরিচিত এই টুর্নামেন্টে জুভেন্টাসের সমান সর্বোচ্চ নয়বার চ্যাম্পিয়ন হয়েছে রোমা।

দুই লেগ মিলে উদিনেজেকে ৩-২ গোলে হারিয়ে মঙ্গলবার ফাইনালে উঠেছিল ফিওরেন্তিনা

 


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.