আমাদের কথা খুঁজে নিন

   

মরিচগুঁড়ো, হাতাহাতিতে বেতাল লোকসভা

অন্ধ্র প্রদেশকে ভেঙে তেলেঙ্গানা নামে নতুন রাজ্যের রূপরেখা প্রণয়নে লোকসভায় স্বরাষ্ট্রমন্ত্রীর বিল পেশ নিয়ে বৃহস্পতিবার সকালের অধিবেশনে এ তুলকালাম কাণ্ড ঘটে।

সরকার নিরাপত্তার প্রায় সব রকম ব্যবস্থা নিলেও এরকম নজিরবিহীন বিক্ষোভের আঁচ করতে পারেনি কেউ। দুপুর ১২টা নাগাদ তেলঙ্গানা বিল পেশের আগে থেকেই বিক্ষোভ করছিলেন বেশ কিছু এমপি। স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিল কেড়ে নেওয়ারও চেষ্টা চলে।

বিলের বিরোধিতায় ক্ষমতাসীন কংগ্রেস পার্টির এমপি এল রাজাগোপাল মরিচের গুঁড়ো ছড়িয়ে দেন।

চোখে-মুখে সেই গুঁড়ো লাগায় কাশতে শুরু করেন কাছাকাছি থাকা এমপি’রা। অনেকেই অসুস্থ হয়ে পড়েন। সে সময় টিডিপি এমপি বেণুগোপাল পকেট থেকে ছুরি বের করেন বলে অভিযোগ আছে । হাতাহাতিতে জড়িয়ে পড়া এমপি দের নিরস্ত করতে গিয়ে আহত হন তৃণমূলের এক এমপি।

আহত সাংসদদের অ্যাম্বুল্যান্সে করে রাম মনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আর ঘটনার জন্য নাম উঠে আসা রাজাগোপালসহ কয়েকজনকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

ভারতের লোকসভায় বিভিন্নরকম অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে। তবে বৃহস্পতিবারের ঘটনাটি একেবারেই বিরল।

স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধে অন্ধ্রপ্রদেশ থেকে তেলেঙ্গেনাকে আলাদা করার বিলটি আলোচনায় তুলতে যাচ্ছিলেন। এ সময় রাজাগোপাল টেবিলের ওপর একটি কাঁচের গ্লাস ভাঙেন।

এরপর তিনি সহকর্মীদের ওপর মরিচের গুঁড়ো স্প্রে করে সভা ভণ্ডুল করার চেষ্টা করেন।

ভারতের টিভিগুলোতে দেখা যায়, এমপিরা সংসদ ভবন থেকে কাশতে কাশতে এবং কোকড়াতে কোড়াতে বের হচ্ছেন। অনেকের চোখ দিয়ে পানি ঝরতে দেখা যায়।

সংসদ বিষয়ক মন্ত্রী কামাল নাথ পিটিআই’কে বলেন, “এমপিরা কক্ষের ভেতরে গ্যাস ব্যবহার করার চেষ্টার করেছে। .....তবে গ্যাসের ব্যবহার আমি দেখিনি।

এমপিরা ছোরা, চাকু, গ্যাস অন্যান্য অস্ত্র ব্যবহার করেছিল বলে আমাকে জানানো হয়েছে”।

“যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তা আমাদের সংসদীয় গণতন্ত্রের জন্য একটা বড় কলঙ্ক। ”

গত ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া লোকসভা অধিবেশনের পুরো সময়টা জুড়েই অস্থিরতার সৃষ্টি করেছে তেলেঙ্গানা রাজ্য বিরোধী এমপি’রা।

অন্ধ্রপ্রদেশের ২৩টি’র মধ্যে ১০টি এলাকা নিয়ে তেলেঙ্গানা রাজ্য গঠনের প্রস্তাব দেয়া হয়েছে। হায়দ্রাবাদ রাজ্যও তেলেঙ্গেনার মধ্যে পড়েছে।

মোট লোক সংখ্যা তিন কোটি পঞ্চাশ লাখ।

তেলেঙ্গানা রাজ্য সরকারের উন্নয়নমূলক পরিকল্পনার সময় বরাবরই বঞ্চিত হয় বলে এর অধিবাসীদের অভিযোগ। আর সে কারণেই আলাদা রাজ্যের দাবি তাদের।

তবে সম্বৃদ্ধ তথ্য প্রযুক্তির জন্য খ্যাত হায়দ্রাবাদ শহরও বিভক্ত তেলেঙ্গানার অংশে চলে যাবে বলে অন্ধ্রপ্রদেশের বাকি অংশের অধিবাসী ও জনপ্রতিনিধিরা নতুন রাজ্য গঠনের বিরোধী।




সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.