বসন্ত আসলে মনে পড়ে তোমার কথা
মনে পড়ে সেই দিনের কথা,
যেই দিন পাশাপাশি বসে ভাবতাম দু’জনে আনমনে।
বসন্ত আসলে মনে পড়ে সুখের দিন গুলোর কথা
যেই দিন তুমি আমি এসেছিলাম কাছাকাছি
বসে ছিলাম আর দেখেছিলাম তোমার মায়াবী চোখ দু’টি।
বসন্ত আসলে মনে পড়ে তোমার কালো চুলের চারু
মনে পড়ে ধবল রংয়ের শাড়ীতে আকাঁ ছবি
মনে পড়ে তোমার ভালবাসার জুঁকে থাকা ভাব।
বসন্ত আসলে মনে পড়ে তোমার মুখের হাঁসি
মনে পড়ে বসন্তের শেষ বিকালের ফুলের ঘ্রান
মনে পড়ে তোমায় হারানোর কষ্টের স্মূতি।
বসন্ত আসলে মনে পড়ে তোমার হাতের সেই ফুল
যা নিয়ে দাড়িঁয়ে থাকতে আমার পথপানে।
আজ আমি একা,আজ এই বসন্তে
তোমার কথা মনে পড়ছে ঠিক মনের ছোট্র ঘরে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।