পড়েছে আকাল - কাকের শ্রাদ্ধে ঘি ঢাল। ব্রাত্যজনে তুমি রেস্টিকটেড, সোনাগাছীর জন্য আনলিমিটেড।
১) নিশুতি রাতে আবছায়া ঘরের গুমোট ঘুমে
পাড়া দাবড়ীয়ে বেড়ান দুরন্ত শৈশব আর
আচমকা বড় হয়ে যাওয়া দামড়া কৈশরকে নিয়ে
আমি বুকের মাঝ থেকে হুড়মুড় বের হই।
২) চোরা ডুব দিয়ে গোপন পথের আগল খুলে হারিয়ে যাওয়া, আস্তর পড়া বাক্সের
হুড়কো খুলে নিজের সামনে দাড়াই।
আমাকে পেয়ে আমার সেকি উছ্বাস!
ঝপাঝপ স্মৃতির প্রজাপতিরা নেচে নেচে বের হয়ে আসে,
একসময় তাদের ডানার গন্ধ আমাকে মাতাল করে ফেলে,
আমি মন্ময় হয়ে আমার মাঝে মিলিয়ে যাই।
ফেলে রাখা অকর্ষিত বীজ হলাহল আমার মাঝে সেধঁিয়ে যায়।
আমি সুখে তপরাতে থাকি কাটা খাসীর মতন।
নিংড়ান, চুইয়ে পড়া প্রজাপতির রেনুর আস্তরে আমার নাক ডুবে যায়।
দম আটকে যায়, আমি সুখে ককাতে থাকি।
সে স্রেফ এক স্বর্গীয় ব্যাপার।
এভাবেই প্রতি বসন্তে নিজের কাছে ফিরে আসি, আসছি, আসব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।