আমাদের কথা খুঁজে নিন

   

আদি অন্ত প্রকাশ গুপ্ত -ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী

[৫১]
আদি অন্ত প্রকাশ গুপ্ত
-ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী ।

আদি অন্ত প্রকাশ গুপ্ত
তুমি দয়াল বর্তমান,
তোমার চরণ আশে
হারায় আমি কুল মান-। ।

পেয়ে মোরে অবলা
দিলে কত প্রাণে জালা,
আমায় করে উতালা
এখন কেননা দাও স্থান-। ।



হেরিতে তোমার সোনার ছবি
আমি দিবানিশি কত ভাবি,
পুরালে না কাঙ্গালের দাবি
কেমন তুমি দয়াবান-। ।

দেখা দিতে অধমেরে
অভাব কি তোমার ভান্ডারে,
আর কত দিন এমন করে
কাঁদাবে অবুঝের প্রাণ-। ।

ভেবে কাঙ্গাল ফরিদে কয়
দেখার জ্বালা আর কত সয়,
কভু যদি তোমার দয়া হয়
কর মোরে চরণ দান-।



তাং ১৬-০৮-১৯৮০ইং
মণিপুর, মীরপুর, ঢাকা। ।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।