আমাদের কথা খুঁজে নিন

   

কখনোই রাজনীতিতে আসবেন না শাহরুখ

রাজনীতি করার কোনো রকম ইচ্ছেই আমার নেই। ’ সম্প্রতি রাজনীতি সম্পর্কে নিজের অবস্থান জানাতে গিয়ে এমন মন্তব্যই করলেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান। তিনি বলেন, ‘হঠাত্ করেই আমি রাজনীতিবিদ হয়ে যেতে পারি না। রাজনীতিও একটি পেশা এবং এর জন্য নিজেকে প্রস্তুত করতে হয়। এক খবরে জানিয়েছে জিনিউজ।


অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, রেখা, শত্রুঘ্ন সিনহা, সঞ্জয় দত্ত, গোবিন্দসহ বলিউডের অনেক তারকাই তাঁদের জনপ্রিয়তাকে পুঁজি করে রাজনীতির মাঠে নেমেছেন। তাঁদের কেউ কেউ সফল হলেও, অধিকাংশই খুব বেশিদিন রাজনীতির সঙ্গে নিজেকে জড়িয়ে রাখতে পারেননি। শাহরুখ মনে করেন, পেশাদার রাজনীতিবিদদের হাতেই রাজনীতি ছেড়ে দেওয়া উচিত।
শাহরুখের মতে, অভিনয়টাই তিনি সবচেয়ে ভালো করতে পারেন। এজন্য অন্য কোনো পেশায় জড়ানোর ইচ্ছেও তাঁর নেই।

এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘সারাজীবন ধরে অভিনয় করে আসছি। এই কাজটাই আমি সবচেয়ে ভালো পারি। মানুষ যে কাজটা সবচেয়ে ভালো পারে সেটা নিয়েই তাঁর থাকা উচিত। ’
শাহরুখ আরও বলেন, ‘রাজনীতি নিয়ে খুব একটা ভাবি না আমি। চাইলেই আমি নভোচারী হয়ে যেতে পারি না।

ঠিক তেমনি, চাইলেও রাজনীতিবিদ হওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি মনে করি, অভিনেতা পরিচয়টাই আমার সঙ্গে সবচেয়ে বেশি মানানসই। ’।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে ১৪ বার     বুকমার্ক হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.