যাত্রাবাড়ি থানার এস আই এমরানুল ইসলাম জানান, শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে সুতিখালপাড় বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন- সালাউদ্দিন ও তার সহযোগী জুয়েল।
পুলিশ বলছে, তারা দুজনই বিভিন্ন সন্ত্রাসী কর্মর্কাণ্ডে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে যাত্রাবাড়ি থানায় একাধিক মামলা রয়েছে।
এমরানুল ইসলাম জানান, দুপুরে যাত্রাবাড়ির কাজলা নয়ানগর এলাকা থেকে ওই দুইজনকে গ্রেপ্তার করার পর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধার অভিযানে বের হয় পুলিশ। সুতিখালপাড় বালুর মাঠে পৌঁছানোর পর সন্ত্রাসীরা পুলিশের দিকে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়।
গোলাগুলির মধ্যে সালাউদ্দিন ও জুয়েল ঘটনাস্থলেই নিহত হয় বলে জানান তিনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।