আমাদের কথা খুঁজে নিন

   

'বীথিকা'য় বুফে খাবার চান্স পাইছি! দোয়া কইরেন সক্কলে!!

গুম হবার আগে দেশটাকে বদলে ছাড়বো ইনশাআল্লাহ!

'রূপসী বাংলা'র 'বীথিকা'য় বুফে খাবার একটা ভালো সুযোগ পাইলাম।
সেজন্য আপনাদের সামান্য সহযোগিতা দরকার।
খুলেই বলি।

আমার এক জিগরি দোস্ত সম্প্রতি প্রেমে পড়িয়াছে। যাকে বলে উথাল-পাথাল প্রেম, অরে ছাড়া বাচুম না টাইপ প্রেম।

সবই ঠিক আছে, মেয়েও রাজি, দুইজনে সারারাত কথা কয়, বিবাহ করার ডিসিসান নিছে, এমনকি বাচ্চা-কাচ্চার সংখ্যা ও নামও ঠিক হয়ে গেছে এর মধ্যেই(ছেলের নাম ফাইনাল, মেয়ের নাম নিয়ে ওর বউ একটু চিন্তিত, অচিরেই ফাইনাল হয়ে যাবে ইনশাআল্লাহ)।

উথাল-পাথাল প্রেমের গল্পে যা হয়, বরাবরের মতোই ভিলেন হিসেবে আবির্ভূত কন্যার মাতা, আমার দোস্তের শাশুড়ি। তিনি গতকাল রাতে এক কুক্ষণে তাহার কন্যার পড়াশোনার অবস্থা পর্যবেক্ষণ করতে গিয়ে কন্যাকে কোন এক দুষ্ট বালকের সহিত মোবাইল ফোনে নিবিড় আলাপন রত অবস্থায় আবিষ্কার করেন। তাহার মাথায় মহাসেন ভাঙ্গিয়া পড়ে। তিনি বাসায় জরুরী অবস্থা জারি করে কন্যার মোবাইল ফোন খানা কাড়িয়া লইয়াছেন।



কন্যা ইম্পরট্যান্ট ক্লাস নোটের জটিল বিষয় বান্ধবীর কাছ থেকে বুঝে নেবার গুরুত্ব হাজার চেষ্টা করেও মাতাকে বুঝাইতে পারেনাই।
ফলাফল বিরহ বেলা।
আমার দোস্ত ও তার বউ এর কথা বলা পুরোপুরি বন্ধ।
মাতা কন্যাকে ক্লাসে নামাইয়া দিয়া আসেন বলে দেখা করবার ও উপায় নাই।

প্রায় দেড় দিন বউ এর লগে কথা কইতে না পেরে পাগলপ্রায় দোস্ত আমাকে একটূ আগে নক করে গভীর হতাশার সহিত বললো, আর কথা হবে তো?
আমি বললাম, হবে না মানে, অবশ্যই হবে।

টেনশন নিসনা।
প্রেম ভালোবাসায় বিরহের দরকার আছে। বাচ্চাকাচ্চার কাছে গল্প করতে পারবি।

এর আগে ওর ২য় ব্রেকআপের সময় আমার সবকিছু ঠিক হবার ভবিষৎবাণী সঠিক হয়েছিলো বলে বন্ধু অত্যন্ত আশাবাদী হয়েছে। ঘোষণা দিয়েছে, 'যা এইবার কথা শুরু হইলে তরে বুফে খাওয়ামু।

প্রমিজ। '

দোস্তের দিলের এই ঔদার্যে আমি আমি অতীব প্রীত হয়েছি।
খাস দিলে দোয়া করি ওদের বিরহকাল এই সপ্তাহেই শেষ হোক।
ইনশাআল্লাহ দিলের এই ঔদার্য ধরে রাখতে পারলে আবারো সব কিছু ঠিক হয়ে যাবে।

আমি দোয়া করেছি।

আপনারাও দোয়া করুন।
যেন ওরা হাসতে হাসতে একসাথে বুড়ো-বুড়ি হয়।

দোয়া করুন, প্রয়োজনে দোয়া পাবেন!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.