চাইনিজ এম্বাসির ফেসবুকে দিয়েছে যে Application for Chinese Government Scholarship is now open. । বর্তমানে Chinese University Program নামে যেটা চলছে এটাও Chinese Government Scholarship কিন্তু দুটোর মাঝে পার্থক্য শুধু এটাতে নিজ ভাড়ায় যেতে হবে এবং এর জন্য সরাসরি University তে আবেদন করতে হবে । সরাসরি University তে আবেদনের জন্য আমি আমার এক বন্ধুকে প্রায় ৭ দিন ধরে বুঝাচ্ছি , জটিল process তবে স্কলারশিপ পাবার সম্ভাবনা খুব বেশী । আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি অনেকের অভিযোগ আছে যে তাঁরা অনেকের কাগজপত্র গায়েব করে ফেলে এবং টাকার বিনিময়ে চাইনিজ এম্বাসিতে পাঠায় । আপনারা যদি সরাসরি University তে আবেদন করেন তাহলে এটা আর চাইনিজ এম্বাসির ভাইভা থেকে বেঁচে যাবেন । এখনো দেড় মাস সময় আছে , আবেদন করতে পারেন। নোটিস টি এই লিঙ্কে Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।