বেশির ভাগ অভিনয়শিল্পীর জীবনে সুপারস্টার হওয়ার ইচ্ছা থাকে প্রবল। মাত্র ২০ বছর বয়সে দাঁড়িয়ে না চাইতেই সুপারস্টার বনে গেছেন মহেশ ভাটের ছোট মেয়ে এবং পূজা ভাটের বোন আলিয়া ভাট। কিন্তু মজার বিষয় হচ্ছে, সুপারস্টার তকমা মোটেও পছন্দ নয় আলিয়ার। তিনি নিজের জনপ্রিয়তা উপভোগও করেন না খুব একটা। কারণ তার ইচ্ছা ভালো অভিনেত্রী হওয়া।
আলিয়ার ভাষায়, 'সুপারস্টাররা জনপ্রিয়তা উপভোগ করেন আর অভিনয়শিল্পীরা অভিনয়ের প্রশংসা উপভোগ করেন। আমি সুপারস্টার নই, অভিনেত্রী হতে চাই। '
মাত্র ২০ বছর বয়সী একটি মেয়ের মুখে এমন কথা শুনে অনেকেই অবাক। আবার অনেকে বলছেন, বয়স কম হলেও তার পারিবারিক ঐতিহ্যটা তো দেখতে হবে।
আলিয়া বলেন, 'এই মুহূর্তে আমার মনে হচ্ছে না যে আমি কিছু অর্জন করেছি।
আমার অর্জনের খাতা এখনো শূন্য। একজন সুপারস্টারের নির্দিষ্ট কোনো বৈশিষ্ট্য থাকে না। তবে তাদের অবশ্যই দৃষ্টিনন্দন বিষয় থাকা প্রয়োজন। দর্শকদের সঙ্গে যোগসূত্র স্থাপনের মতো আবেদনময়তা থাকতে হবে সুপারস্টারদের মধ্যে। আমি মনে করি, ঐশ্বরিয়া রাই বচ্চনের মধ্যে সেটা আছে।
যখন সে হাঁটবে, তখন তোমার তাকিয়ে থাকতেই ইচ্ছা করবে। কিন্তু রূপ নয়, গুণের প্রশংসাই ভালো। '
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।