আমাদের কথা খুঁজে নিন

   

গীতিকবি মেজদা'র প্রথম ভাব সঙ্গীত গ্রন্থ 'কে বুঝিতে পারে দয়াল' এর মোড়ক উন্মোচিত হল



আজকে চেনা ফাগুনের
অচেনা বৃষ্টি ভেজা সন্ধ্যায় বাংলা একাডেমীর নজরুল মঞ্চে
গীতি-কবি মেজদা'র প্রথম ভাব সঙ্গীত গ্রন্থ 'কে বুঝিতে পারে দয়াল' এর মোড়ক উন্মোচিত হল। মোড়ক উন্মোচন করেন বি বি সাহা রায়, এমডি এবং সিইও, এলিট পেইন্ট। আমরা কজন সহ ব্লগার সহ বন্ধু শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলাম এই আনন্দ উপলক্ষে।

আজকে বইমেলায় প্রকৃতির বিরূপ আচরণের কারণে পাঠক দর্শনার্থীদের উপস্থিতির হার ছিল অনেক কম। অনেক স্টল ছিল বন্ধ।

কিছু কছু স্টলের বই ভিজে গেছে
ঘুড়ির স্টল বন্ধ করে আমরাও সবাই ফিরে এসেছি সন্ধ্যায়।

ফাগুনের বৃষ্টিতে ভিজতে ভিজতে বাসায় এলাম। এমনিতেই গত কদিন থেকে ঠাণ্ডা জ্বরে ভুগছি, এখন মনে হচ্ছে একুশের বইমেলার ধুলোবালি পাশাপাশি বৃষ্টির কারণে ভুগতে হবে সামনের আরও কদিন।

কুর্চিকে নিয়ে কিছু লাইন মাথায় ঘুরছে।
আমার কবিতার প্রেমময় চরিত্রটিকে আমি ভালোবাসি।


আমি জানি লেখা না হওয়া পর্যন্ত এই লাইনগুলো মাথায় ঘুরতেই থাকবে









সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।