আমাদের কথা খুঁজে নিন

   

বইপোকাদের জন্য ‘বইপোকাদের দল’



একুশে বইমেলায় এসেছে তরুণ লেখক রোকন রাইয়ান এর কিশোর উপন্যাস ‘বইপোকাদের দল’।

বইপোকাদের দল একটি কিশোর উপন্যাস। একটি অজপাড়া গ্রামকে নিয়ে এগিয়ে গেছে উপন্যাসটি। একদল কিশোর রয়েছে সে গ্রামে। প্রচণ্ড বইপাগল।

শহর থেকে দূরে থাকায় বেশি বই পড়া হয় না। তবে হাতের কাছে কোনো বই এলে পাগলের মতো সেটা নিয়ে কাড়াকাড়ি পড়ে যায়। এই পাঠ-প্রতিযোগিতা এবং পত্রিকার একটি রিপোর্ট তাদের ভেতরটাকে বদলে দেয়। তারা সমাজ ও দেশ নিয়ে ভাবতে থাকে। এলকাকে উন্নত ও আধুনিক রূপে গড়ে তুলতে হাতে নেয় অভিনব সব কাজ।

সমাজের বড় মানুষের কাছে যে কাজগুলো কোনোভাবেই তাদের সঙ্গে যায় না। পড়তে হয় নানারকম বিপদে। তবু তারা অদম্য মেধা ও বুদ্ধি দিয়ে এগিয়ে যায় লক্ষ্যপানে। পুরো বইটিতে আছে এরকম আকর্ষণ, নতুন কিছু করার প্রেরণা, বাধা ঠেলে উতরে যাওয়ার গল্প।

এই উপন্যাস তরুণ-কিশোরদের উৎসাহ দেবে সামাজিক কাজকর্মে।

পাশাপাশি অবিভূত করবে অন্যরকম ভালো লাগায়। গল্পের মাঝে মাঝেই রয়েছে চমক, কোথাও আক্ষেপ, চরম শক খাওয়ার মতো ঘটনাও আছে প্রতিটি ছত্রে। আছে অন্যরকম অ্যাডভেঞ্চার। শুরুতে আদিল-রাফিনের তর্ক বেশ জমিয়ে তুলবে আপনাকে। মাঝখানে ইশমামের অবাক করা কাজ আর শেষ দিকে ফাতেমা নাজনীনকে নিয়ে সঙ্কট নিভৃতে চোখে পানি ঝরাবে।

সব মিলিয়ে এক নি:শ্বাসে পড়ে ফেলার মতো চমৎকার বই ’বইপোকাদের দল’।

কিশোর উপন্যাসটি প্রকাশ করেছে আদর্শ প্রকাশনী। মেলার ২৭৭ নম্বর স্টলে যাওয়া যাচ্ছে। বইয়ের প্রচ্ছদ এঁকেছেন শাকীর এহসানুল্লাহ। ।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।