আমাদের কথা খুঁজে নিন

   

বৃত্তি প্রদানে কারচুপির অভিযোগে মানববন্ধন

নারায়ণগঞ্জে ৫ম শ্রেণীর বৃত্তি প্রদানের কারচুপির অভিযোগ এনে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকরা মানববন্ধন করেছে।

আজ দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে শহরের আমলাপাড়া সরকারি আদর্শ শিশু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকরা এ মানববন্ধন করে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন অভিভাবক হরিপদ সাহা, আনোয়ার, মো: আলতাফ হোসেন, বেলাল হোসেন. আবু সাঈদ, তাহমিনা আক্তার, সেলিনা, কামরুন নাহার, ঝুমা, শম্পা, শামিমসহ প্রমুখ।

বক্তারা বলেন, প্রতি বছরের ন্যায় এবারও প্রাথমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় ৯৯ জন ছাত্রছাত্রী এ প্লাস পেয়ে জেলার শীর্ষস্থান অধিকার করেছে। গত বছর এ স্কুল থেকে ৩৪ টি ট্যালেন্টপুলে ও সাধারণ গ্রেডে ২টি বৃত্তি পায়। কিন্তু এ বছর বৃত্তির রেজাল্টে ৬৩০১ থেকে ৬৪০০ রোল কোন শিক্ষার্থী বৃত্তি লাভ করেনি। এতে ফলাফল প্রকাশে কারচুপি হয়েছে বলে তারা আশঙ্কা করছে। 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.