আমাদের কথা খুঁজে নিন

   

পাঁচ গোলের জয় চাই বার্সার

গত মঙ্গলবার ঘরের মাঠে অনুষ্ঠিত প্রথম লেগে বার্সাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলেছে বায়ার্ন। অর্থাৎ নিউ ক্যাম্পে স্বাগতিক বার্সাকে ‘অলৌকিক’ কাণ্ড ঘটাতে হবে। স্প্যানিশ পরাশক্তিদের জন্য সুখবর, চোট কাটিয়ে দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন। বায়ার্নের মাঠে পুরো ৯০ মিনিট খেললেও অনুজ্জ্বল ছিলেন টানা চার বারের ফিফা বর্ষসেরা ফুটবলার। তবে গত শনিবার স্প্যানিশ লা লিগায় অ্যাথলেতিক বিলবাওয়ের বিপক্ষে দ্বিতীয়ার্ধে নেমে দুর্দান্ত এক গোল করেন মেসি।

লক্ষ্য প্রায় অসম্ভব হলেও এবারের চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের ফিরতি লেগের ম্যাচটি অনুপ্রাণিত করতে পারে বার্সাকে।
প্রথম লেগ এসি মিলানের মাঠে ২-০ গোলে হেরে যাওয়ার পর নিউ ক্যাম্পে ফিরতি লেগ ৪-০ গোলে জিতেছিল তারা। চার গোলের মধ্যে দুটোই ছিল মেসির। তাছাড়া বায়ার্নকে চার গোল দেয়ার স্মৃতিও তেমন পুরনো নয় বার্সার। চার বছর আগে চ্যাম্পিয়ন্স লিগেরই কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বায়ার্নকে ৪-০ গোলে হারিয়েছিল তারা।

সেটাও বার্সেলোনাকে অনুপ্রাণিত করতে পারে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।