আমাদের কথা খুঁজে নিন

   

বিড করে কাজ পাচ্ছেন না? এবার পাবেন ইনশাআল্লাহ কথা দিচ্ছি !


প্রোফাইল আপডেট:
১. টাইটেল: আপনি যে কাজ করবেন তার উপর সুন্দর একটা টাইটেল দিন
২. ওভারভিউ: আপনার কাজের উপর ভিত্তি করে খুব সুন্দর একটি ওভারভিউ দিনওভারভিউ অবশ্যই ১০০-৩০০ শব্দের মধ্যে রাখবেন
৩. পোর্টফোলিও: এখানে আপনার নিজের করা কিছু কাজ আড্ করুনঅনেকেই শুধু একটা পিকচার দিয়ে রাখে

এটা করবেন না, বরং আপনার ওই কাজটি অনলাইনে রেখে তার লিঙ্ক সহ আড্ করুনপোর্টফোলিও নিয়ে বিস্তারিত: 
পোর্টফোলিও: ৮০% কাজ পাবার নিশ্চয়তা
পোর্টফোলিও অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় একজন ফ্রীল্যান্সার এর জন্যএটি একটি ভিত্তি যার উপর আপনি দাড়িয়ে থেকে ফ্রীল্যান্সার কেরিয়ার গড়ে তুলবেন পোর্টফোলিও কি? পোর্টফোলিও হলো এক প্রকার সাম্পল বা আপনার কাজের নমুনাযা হতে পারে আপনার পূর্বের কোনো শেষ করা কাজ

পোর্টফোলিও কি কাজে লাগে? আপনি যদি নিজেকে প্রফেশনাল ফ্রীল্যান্সার হিসাবে গড়ে তুলতে চান তাহলে আপনার একটা পোর্টফোলিও সাইট থাকেই হবেযেনো আপনার ক্রেতা বা বায়ার সেটি দেখে আপনার প্রতি বা আপনার কাজের প্রতি ভালো একটা ধারণা নিতে পারে কিভাবে পোর্টফোলিও বানাবো? পোর্টফোলিও ২ ভাবে হয়ে থাকে: (১) আপনার প্রোফাইলে পোর্টফোলিও আড্ করা Title: এখানে আপনার কাজের শিরোনাম দিবেন Category: আপনার কাজটি কোন কেটাগিরিতে পরে তা সিলেক্ট করে দিবেন

Attachment: এখানে আপনার কাজের প্রমান বা কাজ বা কাজের ছবি টা যোগ করে দিবেন URL: কোথায় আপনি কাজটি করেছেন তার ঠিকানা এখানে আড্ করে দিন Date: কবে কাজ টি শেষ করেছেন তার তারিখ টা দিয়ে দিন Description: আপনার জব লেটার/জব এপ্লিকেশন থেকে জবের বিস্তারিত এখানে আড্ করে দিন (২) একটা পোর্টফোলিও সাইট ও তৈরী করতে পারেন

ব্লগার থেকে ফ্রী পোর্টফোলিও সাইট বানাতে পারেন ওয়ার্ডপ্রেস থেকে ফ্রী পোর্টফোলিও সাইট বানাতে পারেনঅথবা ডোমেইন কিনে পোর্টফোলিও সাইট বানাতে পারেন আপনি যত গুলো কাজ শেষ করবেন সব কাজ গুলো পোর্টফোলিও ওয়েবসাইটে পোস্ট করবেন/প্রোফাইলের পোর্টফোলিওতে আড্ করে দিবেনআর যারা এখনো কাজ পাননি তারা তাদের আগের কিছু কাজ এর নমুনা পোর্টফোলিও ওয়েবসাইটে পোস্ট করবেন/প্রোফাইলের পোর্টফোলিওতে আড্ করে দিবেন

যখন বিড করবেন তখন ওই কভার লেটার এ আপনার পোর্টফোলিও সাইট এর ঠিকানা দিয়ে দিবেন অথবা ইন্টারভিউতে পোর্টফোলিও এর ঠিকানা দিবেনপোর্টফোলিও সাইট থাকলে ৮০% কাজ পাবার নিশ্চয়তা পাওয়া যায় আপনি চাইলে খুবই কম মূল্যে HosT HuB থেকে আপনার পোর্টফোলিও ওয়েবসাইট বানাতে পারেন
 
 ৪. সর্টিফিকেট: এখানে আপনার যেকনো পাশের সাল সহ উল্লেখ করুনএস.এস.সি/এইচ.এস.সি/অনার্স/ডিগ্রী/মাস্টার্স ইত্যাদি-যে যত গুলো অর্জন করেছে তা সুন্দরভাবে উপস্থাপন করুন


৫. পরীক্ষা: আপনি যে বিষয়ের উপর কাজ করবেন তার উপর পরীক্ষা দিনঅবশ্যই তা নকল করে নয়
৬. ইমপ্লয়মেন্ট: আগে কোথাও কাজ করে থাকলে তা এখানে উল্লেখ করুন
৭. এডুকেশন: এস.এস.সি/এইচ.এস.সি/অনার্স/ডিগ্রী/মাস্টার্স ইত্যাদি- যে যেটি শেষ করেছেন এবং বর্তমানে যেটিতে পড়ছেন তা উল্লেখ করুন
৮. অন্যান্য দক্ষতা: এখানে আপনার যত ধরনের দক্ষতা আছে উল্লেখ করুন

অবশ্যই তা আপনার কাজ সংক্রান্ত হতে হবে যা আপনি ওডেস্ক এ করবেন
 
জব বিড:
আর গোপন রাখলাম না! আজ এমন কিছু বলবো যা ৮০% ফ্রীল্যান্সাররা জানেইনা! 
*মূল টিপস:ওডেস্ক এ বিড কত?৪*২৫=১০০ বিড/মাস
১০০ বিড করে কাজ পাওয়া নতুনদের জন্য খুব কঠিনতবে যদি ৬০০ বিড/ মাস হয় তাহলে তো খুশী? কিভাবে? বায়ার জব পোস্ট করে দ্রুত তার কাজ করে নেবার জন্যতাই আমরা যা করবো ২৪ ঘন্টার মধ্যেই
 
যাদের আইডি ভেরিফিকেশন আছে তারা ২৫ টি এবং ভেরিফিকেশন ছাড়া তারা ২০ টি বিড করুন

৬ ঘন্টা এনং ১২ ঘন্টা পর সব জব চেক করুনযে জব এ এই সময়ের মধ্যেই অন্য জন হায়ার হয়ে গেছে ওই জব টি Withdraw করে দিনএবং যে জব গুলোতে ২-৫ টি ইন্টারভিউতে অলরেডি চলে গেছে ও গুলোও Withdraw করে দিন২৪ ঘন্টার মধ্যে বাকি বিড হতে কোনো রেসপন্স/ইন্টারভিউ না আসলে সব Withdraw করে দিনWithdraw সময় হতে ১২ ঘন্টা পর আবার ২৫ টা বিড ফাকা হয়ে যাবে

বুঝলেন? না বুঝলে এখানে দেখুন- https://kb.odesk.com/questions/781/What+is+the+oDesk+job+application+quota%3F
 
এই ভাবেই বিড করতে থাকবেন সারা জীবনএতে করে ৬০০ বিড করতে পারবেন প্রতি মাসে!!!
 
৬০০ বিড করে একটিও কাজ পাবেন না???
 
বিড করতে কভার লেটার এখানে দেখুন- https://www.facebook.com/notes/divine-coder/cover-later/646345622067884 
ইন্টারভিউ: 
বায়ার আপনাকে কাজ সম্পর্কে একটি মেসেজ দিবে এমনকি চাট ও করতে চাইতে পারেমেসেজ পাওয়ার সাথে সাথে তাকে রেপ্লি করুনকাজটিকি ভাবে করবেন তা আপনার মেসেজ এ বায়ার কে জানিয়ে দিনরিলেটেড কাজ আগেই করা থাকলে মেসেজ এ ওই লিঙ্ক টা দিয়ে দিন

চাট করতে চাইলে তাকে Skype এ আড্ করুন বা আপনার Skype আইডি তাকে দিয়ে দিন এবং চাটে বায়ারকে বিস্তারিত বোঝান এবংযা বুঝবেন না,তা তার থেকে বুঝে নিনআপনি যে তার কাজের যোগ্য তা প্রুব করুনঅনেকেই বলে ইন্টারভিউতে Skype আইডি দিলে একাউন্ট সাসপেন্ড করেএসব ভুয়া!
 
হায়ার:
 বায়ার হায়ার করলে খুব সুন্দরভাবে তার কাজটি করে দিন
ফিডব্যাক: 
 কাজ শেষ করে বায়ারকে বলুন আমার কেরিয়ার সুন্দর করার লক্ষ্যে আমাকে ৫ স্টার্ট ফিডব্যাক দিন আপনি আপনাকে তাই দিবো! কাজের কুয়ালিটি ভালো থাকলে সারা জীবন ৫ ই পেতে দেখবেন


 
আমাকে ফেসবুক এ পেতে এখানে ক্লিক করেন
দয়া করে আমাদের এই পেজ এ লাইক দিয়ে আমাদের পথ চলতে হেল্প করুণ , লাইক দিতে এখানে ক্লিক করেন

সোর্স: http://www.techtunes.com.bd     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।