সবাইকে সালাম ও শুভেচ্ছা। টিউটরিয়াল তো অনেক দেয়া হলো ভাবলাম এবার একটু বিরতি দেয়া উচিত। ডাউনলোড করতে করতে হয়রান হয়েছেন বলে কথা। তবে টিউটরিয়াল কিন্তু এখানেই শেষ নয়। আগামীতে আরো আসবে।
যদি মিডিয়াফায়ারের সেই স্বর্নালী দিনগুলো থাকতো তবে আমি এমাথা থেকে আপলোড শুরু করতাম আর ও মাথায় গিয়ে ঠ্যাকাতাম। কপাল আমার নাকি আপনাদের খারাপ সে প্রসঙ্গে আর না ই বা গেলাম। তবে আগামীতে আরো টিউটোরিয়াল শেয়ার করবো বলে আশা করছি।
এবার আসছি আজকের টিউন প্রসঙ্গে। যদি ধৈর্য থাকে তবে আজ আপনাদ্বের সাথে ৪টি সফটওয়্যার শেয়ার করবো।
২টি কাজে লাগবে অনেকেরই কিন্তু বাকি ২টা অনেকের না হোক কারো কারো কাজে লাগবে। যাইহোক আজ একজনার কাজে লাগবে,কাল অন্য জনার কাজে লাগবে এটাই নিয়ম। এবার আসছি টিউনের মূল প্রসঙ্গে।
অন্যের তৈরী টিউটরিয়াল দেখে দেখে তো অনেক শিখলেন। যা শিখেছেন তা অন্যকে জানাতে এবার আপনার টিউটরিয়াল তৈরীর পালা।
টিউটরিয়াল তৈরীতে কিংবা স্ক্রীন রেকর্ড করতে প্রথমেই যে সফটওয়্যারটির নাম মনে আসে সেটা হলো camtasia studio. আরে দূর পৃথিবী অনেকদূর এগিয়েছে আপনার অজান্তেই আর তাই আজকের পর থেকে camtasia ভুলে যান। আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো অসাধারন একটা স্ক্রীনরেকর্ডার সফটওয়্যার যা আপনাদের চিন্তাধারাকে অনেক গতিশীল করবে। সফটওয়্যারটির নাম DEMO BUILDER 9.
প্রশ্ন জাগতে পারে অন্য সব সফটওয়্যারের সাথে এর পার্থক্য কি?ন্যায্য কথা। আসুন অল্প কথায় জানাতে চেষ্টা করি এর গুনাগুণ।
ধরা যাক আপনি টিউটরিয়াল তৈরীতে একটা বিশেষ কিছু দেখাতে চাইছেন।
সেক্ষেত্রে আপনাকে এডিট করে তীর চিহ্ন বা কিছু কিলে যোগ করে বা কোন কিছু ইন্ডিকেট করে দেখাতে হবে। কিন্তু ডেমো বিল্ডারে সেটা আপনাকে করতে হবে না। আপনি যদি অটোমেটিক সিলেক্ট করে রাখেন তবে সে নিজে থেকেই এই কাজগুলো করবে যেমন---
উপরে দেখুন ফায়ারফক্সে ক্লিক করার আগেই নিজে থেকে লেখা উঠেছে select mozilla firefox.আরো একটা উদাহরন দেখুন---
দেখুন একইভাবে অটমেটিক লেখা উঠেছে টেকটিউনসে ক্লিক করার আগেই। অনুরুপভাবে এনিমেটেড লেখা কিংবা অন্যকিছু যোগ করতে পারবেন। মোট কথা আপনি যখন যা করছেন তার বিশেষ বিশেষ অংশগুলো অটোমেটিক লিখে দেখাবে কিংবা নির্দেশনা দিবে।
এছাড়া অন্য ভিডিওও আপলোড করে সেটা এডিটিং করতে পারবেন। আছে কিন্তু অনেক কিছু । সব তো আর আমি দেখিনি। একনজড়ে যেতা দেখেছি সেটাই লিখলাম। এরপরো আপনাদের আরো ভালোভাবে জানার জন্য অফিসিয়াল সাইটের লিঙ্কে দিচ্ছি।
এখানে ক্লিক করে সেখেনে গিয়ে জেনে নিতে পারেন সবকিছু।
আর হ্যাঁ বোনাস হিসেবে দিলাম পুরো ৪০ পার্টের টিউটরিয়াল যা থেকে শিখতে পারবেন A to Z পর্যন্ত। সবগুলো ইউটিউবেই।
এটি এমন একটি সফটওয়্যার যা আপনার পছন্দ না করে উপায় নেই। তো হয়ে যাক ডাউনলোড।
মাত্র ২৭ মেগাবাইট।
ডাউনলোড
ডাউনলোড শেষ হলে ইন্সটল করুন। এরপর (প্যা)চ ফাইলটি /c drive/programs/demo builder 9 ফোল্ডারে ঢুকিয়ে দিন এরপর
এবার বুঝে নিন আপনার এই টিউটোরিয়াল মেকার সফটওয়্যারটির ফুল ভার্সন।
ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থী কিংবা এর সঙ্গে জড়িত কর্মিদের জন্য এই সফটওয়্যার। মূলত এই পেশায় জড়িত আমার পূর্বপরিচিত মোঃ আব্দুল্লাহ আল মামুন সাহেবকে সামনে রেখেই সফটওয়্যার দু'টি দেয়া।
এ নিয়ে আমি বেশী কছু বলতে চাই না কারন সে জ্ঞান আমার নেই। যাদের দরকার তারা নামিয়ে নিন। সাইজ ২৪০ মেগাবাইট যা ২ পার্টে আপলোড করা হয়েছে।
পার্ট ১
পার্ট ২
এক্সট্রাক্ট করুন এবং স্বাভাবীক ভাবে ইন্সটল করুন। ইন্সটল শেষ হলে------------ নীচে দেখুন
এটিও ফুটওয়্যার ইঞ্জিনিয়ারদের জন্য।
সাইজ একই মানে ২৪০ মেগাবাইট যা ২ খন্ডে আপলোদ করা হয়েছে।
পার্ট ১
পার্ট ২
ডাউনলোড শেষে ইন্সটল করুন । এবার যান /c drive/delcam/delcam crispin pattentcut অথবা shoecost ফোল্ডার এবং app শুধু কপি/পেষ্ট করবেন।
এবার বুঝে নিন আপনাদের ফুলভার্সন।
গততে screenpresso নামে একটা স্ক্রীনক্যাপচার সফটওয়্যার শেয়ার করেছিলাম সবার সাথে যা সবাই অনেক পছন্দ করেছেন।
যদি মনে করে থাকেন তার চেয়েও দূর্দান্ত কিছু প্রবাসী দিতে পারে তবে চোখ বন্ধ করে নামিয়ে ফেলুন ২৬ মেগাবাইটের এই পোর্টেবল সফটওয়্যারটি। বিস্তারীত তথ্য এখানে।
যদি মনে করেন নতুনত্ব দরকার তবে নামিয়ে নিতে পারেন ২৬ মেগাবাইটের এই পোর্টেবল সফটওয়্যারটি।
ডাউনলোড
পোর্টেবল তাই বাড়তি কোন ঝামেলা নেই। ও হ্যাঁ ক্লিক করার পর সফটওয়্যারটি খুঁজে পেতে মনিটরের ডানপাশে একদম উপরে মাউস রাখুন।
মানে যেখানে অভ্রএর আইকোন থাকে।
ওখানে মাউস না নিয়ে গেলে কিন্তু হ্যারিকেন দিয়ে খুঁজেও খুঁজে পাবেন না। আজ এ পর্যন্তই। কথা হবে আগামীতে। সে পর্যন্ত ভালো থাকুন ||| আল্লাহ হাফেজ |||
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।