আমাদের কথা খুঁজে নিন

   

ফ্রিল্যান্সার ও টিউনার রাসেলের জন্য সাংবাদিক ও প্রসাশনের ভাইদের জরুরী দৃষ্টি আকর্ষণ !!!

টেকটিউনস কতৃপক্ষকে বলবো টিউনসটি যেন মুছে না দেয়া হয় , যার জন্য টিউনস সে এখানকার পুরনো টিউনার
দক্ষ ফ্রিল্যন্সার তৈরি করতে বাংলাদেশ সরকার যেখানে শত শত কোটি টাকা বিনিয়োগ করতে চাইছে , Rasel Ahmed নিজ উদ্যগে কোন বিনিয়োগ ছারাই শত শত ফ্রিল্যান্সার তৈরি করছেন , ফ্রিল্যান্সিং এ অভিজ্ঞ করতে তৈরি করে চলেছেন ভিডিও টিউটোরিয়াল ।
অথচ তার এলাকার কিছু মাস্তান তাকে এসব বন্ধ করতে হুমকি দিয়ে আসছিল ।
গতকাল সন্ধ্যায় তার উপর হামলা হয়েছে ! মাথায় আঘাত করে ইট দিয়ে, পিঠে, মুখে লাঠিসোটা দিয়ে আক্রমণ করে।
মোটরসাইকেলটি ভাঙচুর করে এবং সেটিকে নষ্ট করে দেয়।
>>>কিন্তু আজ থানায় মামলা করতে গেলে অজ্ঞাত কারনে থানায় কোন মামলা নিচ্ছে না।

<<<
আমি জানি এখানে অনেক ‪#‎সাংবাদিক‬ আছেন , আপনাদের অনুরোধ করবো দেশের সম্পদ ও পরোপকারি রাসেল ভাইয়ের পাশে দাড়াতে ।
পরিবারের নিরাপত্তা নিয়েও সে চিন্তিত। আমার কোন বন্ধু প্রশাসনের মধ্যে থাকলে তাকে হেল্প করবেন দয়া করে ।
দক্ষ ফ্রিল্যন্সার তৈরির মাধ্যমে প্রতিদিন হাজার হাজার বৈদেশিক মুদ্রা বাংলাদেশে আনাই কি রাসেলের অপরাধ ???

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
রাসেল ভাইয়ের কি বলেছে একটু জেনে নেইঃ
গত কাল বিকেল আনুমানিক ৬ টার দিকে, মাগরিবের নামাজের আজানের সময় এলাকার কিছু বখাটে যু্বক আমার বাড়ির সামনে রাস্তার মাঝখানে আমার পথ রোধ করে। আমি কারন জানতে চাইলে তারা আমার উপর অতর্কিত হামলা করে।

আমার মাধায় আঘাত করে ইট দিয়ে, আমার পিঠে, মুখে লাঠিসোটা দিয়ে আক্রমণ করে।
আমি কোনমতে আহত হয়ে আমাদের আবসিক বিল্ডিং এর সামনে এসে চিৎকার করি। তারা আমার ডাক শুনে আমাকে ওদের হাত থেকে উদ্ধার করে। ততক্ষণে তারা অমাার মোটরসাইকেলটি ভাঙচুর করে এবং সেটিকে নষ্ট করে দেয়।
আমার মাথা ও কান দিয়ে অনবরত রক্ত বের হওয়ার কারনে আমি হসপিটালে যেকে চাইছিলাম, কিন্তু নিরাপত্তার অভাবে যেতে দেরি হয়ে গেছিল।

তারপর লোকজন সাথে করে নিয়ে হসপিটালে গেলাম। সেখানে আমার মাথায় ও কানে ১৪ টা সেলাই দেওয়া হল, ৭-৮ টি ইনজেকশন ও অন্যান্য থেরাপি দিল।
এই অতর্কিত হামলায় আমি হতভম্ব ও আতঙ্কিত। আমি এরকম কখনও স্বপ্নেও ভাবিনি। তাদের সাথে আমার কোন প্রকারের ব্যক্তিগত শত্রুতা নেই।

আমি এলাকার ছেলেদের সাথে কখনোই ঝামেলাই জড়াইনি।
এই হামলার ব্যাপারে আমি প্রশাসনকে জানিয়েছি। কিন্তু কোন গুরুত্ব পাচ্ছি না। আমাকে যারা হামলা করেছে, তারা দিব্বি ঘুরে বেড়াচ্ছে। প্রশাসন নাকি নির্বাচন নিয়ে ব্যস্ত আছে।


এই ব্যাপারে আইনানুগ ভাবে তাদের শাস্তি না হলে আমার উপর আরও হামলা হবে, আমার পরিবারের নিরাপত্তা নিয়েও আমি চিন্তিত। আমাকে কেউ একটু পরামর্শ দেবেন, আমার কোন বন্ধু প্রশাসনের মধ্যে থাকলে আমাকে হেল্প করবেন?
পরিশেষে, ও আমার দেশ মাতা, মাগো, তোমাকে আমি খুব ভালোবাসি তোমার জন্যই আমি সবসময় কাজ করি। তোমাকে আমার নিজের মায়ের চাইতেও বেশী ভালোবাসি। তোমারই কিছু সন্তানদের হাতে মার খেলাম। আমি তোমার সাথেই থাকব কারণ, কিছু যুবকের স্বপ্ন আমাকেই বাস্তবায়ন করতে হবে।

তাদের যে আমি ছাড়া কেউ নেই।
আমার জন্য দোয়া করবেন যাতে সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে এসে আবার আবার কার্যক্রম শুরু করতে পারি।
 
আশ্চর্যজনকভাবে লক্ষ করছি, থানায় কোন মামলা নিচ্ছে না। গ্রেট! এবার হয়ত আমার নামেই মামলা হবে। দ্যাটস গ্রেট টু!
কেউ কি আমাকে হেল্প করতে পারবেন?
 
পরিশেষে সকলেই স্ট্যাটাসটি শেয়ার করে রাসেল ভাইয়ের পাশে দাঁড়ান ।


 
 

সোর্স: http://www.techtunes.com.bd     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.