জোয়ালের ঘষা লেগে অন্তসত্তা বকনের ঘাড়ে হয়েছে ঘা চতুর মশামাছি রাত্রিদিন করে তাতে শুধু ভন ভন তবু পেটে নিয়ে সাড়ে নমাসের সন্তান চষেন কঠিন চাষা এবার যে জমিতে ফলিবে অধিক ফলন। ফলনের আশায় চাষি ভাই খাটান বকনের হাড়ভাঙাশ্রম এবার যে খরচের দাম উঠিবে যে ধানচালের দাম সবকিছু দাম বেশি শুধু চাল আর ধানেরদাম কম ঘরের ভাতও হবেনা এবার করিতে হবে হয়তো অন্যকাম। সবকিছু দাম থাকে নাগালের বাহিরে শুধু চালের দামের ক্ষেত্রে সবাই চায় শায়েস্তা খানের কাল কৃষকের বন্ধু কেউ নাইরে আমরা শুধু খেটেই মরি রাতদিন আর সকাল বিকাল। অধিক শ্রমে শুধু মোর বকনের দশা কাহিল মুইও রোগা হনু , আর খেটে মরলো মোর বালুয়ার বিল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।