আমাদের কথা খুঁজে নিন

   

লোকসভায় তেলেঙ্গানা বিল পাস, বুধবার অন্ধ্রপ্রদেশে হরতাল আহ্বান

বন্ধ দরজার আড়ালে, লোকসভা টেলিভিশনের সম্প্রচার বন্ধ রেখে ধ্বনি ভোটে পাস হয়ে গেল ভারতের তেলেঙ্গানা বিল। বিল পাসের প্রতিবাদে আগামীকাল বুধবার অন্ধ্রপ্রদেশ হরতালের ডাক দিয়েছে ওয়াই এর আর কংগ্রেস।

এদিন সংসদে বিল পাস করানো নিয়ে সকাল থেকেই মরিয়া ছিল কংগ্রেস। কিন্তু এই বিলকে ঘিরে বারবার উত্তাল হয়েছে সংসদ। দফায় দফায় মুলতবি হয়ে যায় অধিবেশন।

লোকসভায় তেলেঙ্গানা বিলের প্রতিবাদে সভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখান তেলেঙ্গানা বিরোধী সংসদ সদস্যরা।

অশান্তির আশঙ্কায় এদিন কড়া নিরাপত্তায় মোড়া ছিল সংসদ। বিল পাস করানোর জন্য সংসদের দরজা বন্ধ করে মার্শাল ডেকে আনা হয়। বিল পাস করানোর বিরোধিতা করে সংসদের অধিবেশন ওয়াকআউট করে তৃণমূল কংগ্রেস এবং জনতা দল ইউনাইটেড। শেষ পর্যন্ত প্রবল হট্টগোলের মধ্যে বিলটি পাস করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডে।

এভাবে বিল পাস হওয়ায় কেন্দ্রের বিরুদ্ধে সমালোচনায় সরব হয়েছে তেলেঙ্গানা বিরোধীরা সংসদ সদস্যরা।

এই বিলকে সমর্থন করেছে বিজেপি। বিল পাসের সঙ্গে সঙ্গেই উচ্ছ্বাসে ফেটে পড়ে তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি (টিআরএস) নেতারা। টিআরএস নেতা, কে. চন্দ্রশেখর রাওয়ের বাড়ির সামনেই আনন্দে মেতেছেন দলের কর্মী-সমর্থকরা।

বিল পাস করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডে বলেছেন, সীমান্ত এলাকার মানুষের কল্যাণে কেন্দ্রীয় সরকার বিশেষ আর্থিক প্যাকেজ দেবে।

তবে বিলের বিরোধিতা করেছে তেলুগু দেশম পার্টি (টিডিপি), বিজু জনতা দল, অল আন্না দ্রাবিড়া মুনেত্রা কাজাঘাম (এআইডিএমকে), শিবসেনা, সমাজবাদী পার্টি, সিপিআইএম।

এভাবে বিল পাস করিয়ে দিনের আলোয় গণতন্ত্রকে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন ওয়াই এস আর কংগ্রেসের নেতা জগনমোহন রেড্ডি।

যেভাবে টেলিভিশন সম্প্রচার বন্ধ করা হয়েছে, সংসদের দরজা বন্ধ করা হয়েছে তার তীব্র নিন্দা করেছেন রেড্ডি। বিল পাসের প্রতিবাদে আগামীকাল বুধবার অন্ধ্রপ্রদেশ হরতালের ডাক দিয়েছে ওয়াই এর আর কংগ্রেস।

এছাড়া বিল পাসের এই দিনটিকে গণতন্ত্রের কালো দিন বলে আখ্যা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতা দীনেশ ত্রিবেদীও।

এদিকে টেলিভিশন সম্প্রচারের বন্ধ রাখার কথা অস্বীকার করেছেন ভারতের লোকসভার স্পিকার মীরা কুমার। তিনি বলেন, যান্ত্রিক গোলযোগের কারণে সম্প্ররচার বন্ধ ছিল। এর পেছনে কোনও অভিসন্ধি ছিল না।

লোকসভার বিরোধী দলনেত্রী তথা বিজেপি সংসদ সদস্য সুষমা স্বরাজ বলেন, টেলিভিশন সম্প্রচার বন্ধের কথা তার জানা ছিল না। যদিও বিল পাসের সময় ওয়াকআউট না করে অধিবেশন কক্ষেই উপস্থিত থেকে বিল পাসে সর্মথন দিয়েছেন দলের সব সংসদ সদস্যই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।