সবচেয়ে ছোট পর্দার টেলিভিশন
১৯৫৯ সালে সনি নিয়ে এসেছে বিশ্বের সবচেয়ে ছোট আকৃতির উজ্জ্বল পর্দার টেলিভিশন। এর কয়েকটি ছিল ব্যাটারি চালিত। সাইজে এতটাই ছোট যে তখন এ টেলিভিশন হাতে নিয়ে ঘুরে বেড়ানো যেত।
ওয়াকম্যান
এখন পর্যন্ত সবচেয়ে আইকনিক মিউজিক প্লেয়ার সনির ওয়াকম্যান। সনির ওয়াকম্যানকে যুক্তরাষ্ট্রে বলা হত ‘সাউন্ডএবাউট’ যুক্তরাজ্যে একই ডিভাইস ‘স্টোএওয়ে’ নামে পরিচিত ছিল।
১৯৭৯ সনি আইকনিক এ ডিভাইসটি নিয়ে আসে সনি। এটি তৈরি করেন একজন শব্দ প্রকৌশলী। সনির সহপ্রতিষ্ঠাতা একসময় প্যান-প্যাসিফিক এয়ারলাইন্সে ভ্রমণের সময় গান শুনতে চেয়েছিলেন বলে তার জন্য এটি তৈরি করা হয়। ২০০৯ সাল পর্যন্ত ৩৮ কোটি ৫০ লাখ ওয়াকম্যান বিক্রি করে সনি।
সনি ওয়াচম্যান
১৯৮২ সালে ৬ সেন্টিমিটার গ্রেস্কেল পর্দার পকেট টিভি নির্মাণ করে সনি।
২০০০ সাল থেকে ডিভাইসটি উৎপাদন বন্ধ করে দেওয়া হয়।
সনি ডিস্কম্যান
বাজারে অডিও সিডি আত্মপ্রকাশের ঠিক দুই বছরের মধ্যে সনি নিয়ে আসে ডিস্কম্যান। এর আগে সনির ক্যাসেটে চালিত ওয়াকম্যান ছিল জগতজুড়ে বিখ্যাত। ডিস্কম্যানের অডিও সিডি ব্যবহারের সুযোগ দখল করে নেয় ওয়াকম্যানের জনপ্রিয়তা।
সনি হ্যান্ডিক্যাম
১৯৮৫ সালে ৮মিলিমিটার ভিডিও কেসেট টেপ ফরমেটে সনি নিয়ে আসে হ্যান্ডিক্যাম, ভিডিও৮।
এটি ছিল সাইজে ছোট। অন্তত কাঁধে ক্যামেরা রেখে ভিডিও করার মতো অত বড় ক্যামেরা নয়।
সনি মিনিডিস্ক
১৯৯২ সালে সনি প্রথম নিয়ে আসে এনালগ অডিও ক্যাসেটের ডিজিটাল ভার্সন মিনি ডিস্ক। ডিস্কগুলো তৈরি করা হত মূলত এমডি প্লেয়ারের জন্য।
২০১৩ সালে এমডি প্লেয়ারের উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় মিনিডিস্কও উৎপাদন বন্ধ করে সনি।
সনি প্লেস্টেশন
জাপানি ইলেক্ট্রনিক্স পণ্য নির্মাতা নিনটেনডোর সঙ্গে যৌথ উদ্যোগে ১৯৯৪ সালে গেইমিং কনসোল প্লেস্টেশন আনে সনি। পরবর্তীতে সনি একাই ডিভাইসটি আপডেট ভার্সন প্রকাশ করতে থাকে।
সনি আইবো
১৯৯৯ সালে প্রথম কনজিউমার রোবট নিয়ে আসে সনি। কার্নেগি মেলন ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে নির্মিত রোবটটি এখন পর্যন্ত সবচেয়ে চমকপ্রদ কনজিউমার রোবট। কুকুরের মতো দেখতে রোবট আইবো।
সনি ক্লি
২০০০ সালে ওস পকেট কম্পিউটার প্লাটফর্মে প্রবেশ করে সনি। উচ্চ রেজুলিউশন পর্দা, ফোল্ডিং কিবোর্ড ও ক্যামেরাসহ স্মার্টফোন আনে সনি।
সনি ভ্যাইও এক্স৫০৫ (আল্ট্রাবুক)
২০০৪ সালে বাজারের সবচেয়ে পাতলা কম্পিউটারের মধ্যে একটি ছিল সনি ভ্যাইও এক্স৫০৫ (আল্ট্রাবুক)। ৯.৭ মিলিমিটার পুরত্বের আল্ট্রাবুকের ওজন ছিল ৮২২ গ্রাম। অ্যাপলের ম্যাকবুক এয়ার বাজারে আসার আগ পর্যন্ত এটি ছিল কিবোর্ডযুক্ত সবচেয়ে পাতলা ল্যাপটপ।
সনি রোলি
রোবটিক প্রযুক্তি ব্যবহার করে নির্মিত প্রথম ডিজিটাল মিউজিক প্লেয়ার সনি রোলি। ডিমের মতো দেখতে সনি রোলিতে রয়েছে মিউজিকের সঙ্গে রোবটিক ডান্স।
সনি এক্সপেরিয়া জেড এবং ট্যাবলেট জেড
সনির প্রথম পানিরোধী অ্যান্ড্রয়েড স্মার্টফোন এক্সপেরিয়া জেড ও ট্যাবলেট জেড। এক্সপেরিয়া জেড ধুলো ও পানিরোধী।
সনি প্লেস্টেশন ৪
সনির গেইমিং কনসোল প্লেস্টেশনের সাম্প্রতিক ভার্সন প্লে স্টেশন ফোর।
এটি পিএসফোর নামেও পরিচিত। মাইক্রোসফটের গেইমিং কনসোল এক্সবক্স ওয়ানের প্রতিদ্বন্দ্বী প্লেস্টেশন ফোর ২০১৩ সালের নভেম্বরে বাজারে আসার পর ডিসেম্বর পর্যন্ত ৪২ লাখ ইউনিট বিক্রির রেকর্ড গড়ে তুলেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।